মাখন ও পাউরুটি বিক্রেতার গল্প

কিশোর আলোর মে সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: আরাফাত করিম

এ পি জে আবদুল কালাম (১৯৩১-২০১৫) উপদেশমূলক গল্প বলতেন। ভারতের রাষ্ট্রপতি (২০০২-২০০৭) ছিলেন তিনি, ছিলেন মহাকাশবিজ্ঞানী। তাঁর বলা একটা গল্প এখন তোমাদের বলি।

এক পাউরুটিওয়ালা মাখন কিনত এক কৃষকের কাছ থেকে। মাখনের একেকটা প্যাকেটের ওজন ছিল এক পাউন্ড। সেই হিসাবেই পাউরুটিওয়ালা কৃষককে দাম পরিশোধ করত। একদিন পাউরুটিওয়ালা ভাবল, আচ্ছা আমি ওজন করে দেখি তো, কৃষক আমাকে মাখনের ওজন ঠিকঠাক দেয় কি না। খুব মন খারাপ করে পাউরুটিওয়ালা দেখল, মাখনের প্যাকটে এক পাউন্ড মাখন নেই। মাখনের পরিমাণ তার চেয়ে বেশ কম।

সে তখন বিচার দিল বিচারকের কাছে। বিচারক মাখন বিক্রেতা চাষিকে ডেকে বললেন, এটা কি ঠিক যে তোমার এক পাউন্ডের প্যাকেটে এক পাউন্ড মাখন থাকে না।

মাখন বিক্রেতা বলল, হুজুর, আমার একটা দাঁড়িপাল্লা আছে। কিন্তু এক পাউন্ডের পাথর নেই। আমি রোজ এই পাউরুটিওয়ালার কাছ থেকে এক পাউন্ডের রুটি কিনি। আমি সেই রুটি পাল্লার এক পাশে দিয়ে আরেক পাশে মাখন রাখি। কাজেই আমি যদি মাখন কম দিয়ে থাকি, তা এ জন্য যে পাউরুটিওয়ালা আমাকে অনেক আগে থেকেই এক পাউন্ডের কম ওজনের পাউরুটি দিয়ে ঠকিয়ে আসছে।

আমরা যদি কাউকে ঠকাই, আমার নিজেকেও ঠকতে হবে। আমরা যদি কাউকেই না ঠকাই, তাহলে আমরা নিজেরাও ঠকব না। নিজে ঠকলাম কি ঠকলাম না, সেটা আসল কথা নয়, আমি নিজে যেন কাউকে না ঠকাই। আমি সৎ থাকলেই জগৎ সৎ হয়ে উঠবে। সারা পৃথিবীকে ভালো করে তোলার প্রথম পদক্ষেপ হলো নিজে ভালো হওয়া।