মাছের যন্ত্রণা

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

কেমন আছ তুমি? জানো কিআ, আমি না একটুও ভালো নেই! মাছের যন্ত্রণায় আমার জীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে! আমি একদমই মাছ খেতে পারি না। মাছের ওই গন্ধ আমার অসম্ভব বিরক্ত লাগে (সেটা কাঁচা মাছ হোক বা রান্না করাই হোক)। আমি কোনোভাবেই নিতে পারি না! আমার খুব খুব এবং খুবই সমস্যা হয় এই পচা মাছ জাতিকে খেতে! মাঝেমধ্যে তো এতই বিরক্ত হই যে মাছদের অভিশাপও দিয়ে বসি যাতে এরা পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে যায়! যদিও এটা উচিত কথা না, আমি জানি। তাই প্লিজ কিআ, আমায় একটা সমাধান দাও। আমি এখন কী করব? অনুরোধটা রেখো প্লিজ! ও ভালো কথা, তুমি কি মাছ খাও কিআ?

অনন্যা সাহা

অষ্টম শ্রেণি, আট্টাকা কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট

কিআ: মাছ খাব না? মাছের মতো মজার খাবার আর আছে নাকি? তা ছাড়া আমরা তো মাছে–ভাতে বাঙালি। ছোটবেলায় আমি একবার মাছের বাজারে গিয়েছিলাম। মাছের গন্ধে আমার তো অবস্থা খারাপ। তারপর আমিও মাছ খাওয়া বন্ধ করে দিলাম। পরে দেখি, আসলে তো রান্নার পর মাছে আর কোনো বাজে গন্ধ পাওয়া যায় না; বরং ভাজা মাছের গন্ধটা বেশ লোভনীয়! তারপর আবার মাছ খাওয়া শুরু করলাম। আমার ধারণা তুমিও আগে থেকেই ভেবে রেখেছ ‘মাছের গন্ধ ভালো না’। ফলে মাছ দেখলেই তোমার খারাপ লাগে। বাবা-মাকে বলো, তাঁরা নানা কায়দায় তোমাকে মাছ রেঁধে খাওয়াবেন। তখন ঠিকই ভালো লাগবে। আর মাছদের অভিশাপ দিয়ো না। সত্যি সত্যি তারা বিলুপ্ত হয়ে গেলে মাছরাঙা পাখিরা কী করবে? জেলেদেরই–বা কী হবে? ভেবে দেখেছ?