মানবতা

মামার বাসায় যাচ্ছিলাম আমি। ছোট বোনও ছিল সঙ্গে। প্রায় পৌঁছে গেছি যখন, তখনই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি অটোরিকশা যাচ্ছিল আমাদের পাশ দিয়ে। ছোট-বড় মিলে বেশ কয়েকজন মানুষ ছিল তাতে। হঠাৎ একটি গর্তে পড়ে উল্টে প্রায় পড়েই যাচ্ছিল অটোরিকশাটি। তখনই চারপাশ থেকে কয়েকজন ছুটে এসে গাড়িটা সোজা করল। ফলে কারও কোনো ক্ষতি হয়নি। বরং আমার মনে হয় বেচারা অটোরিকশাটাই ব্যথা পেয়েছিল।

কে বলে আমাদের মধ্যে মানবতা নেই? বলে, ‘মানুষ আর মানুষ নেই, হয়ে গেছে পশু।’ কিন্তু গুটিকয়েক খারাপ বর্বর মানুষের জন্য আমরা কি এটা বলতে পারি? বরং এটা বলাই শ্রেয়,

‘যত দিন হবে না পৃথিবীর অন্ত,
তত দিনই মানুষের মাঝে থাকবে মানবতা আর মনুষ্যত্ব।’