মাহমুদউল্লাহর কাছে খোলা চিঠি

অলংকরণ: সব্যসাচী চাকমা

এভাবে হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন, তা ভাবতেও পারিনি। ১৭ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে করলেন অনবদ্য সেঞ্চুরি। সবাই ভেবেছিল আপনার টেস্ট ক্যারিয়ারের পরিবর্তন হবে, অর্থাৎ আবার শুরু হবে নতুন করে। পরিবর্তন হয়েছে, তবে অন্য রকম। চিরদিনের জন্য সাদা জার্সিটি তুলে রাখার ঘোষণা দিলেন আপনি (৬ জুলাই ২০২১)। টেস্টে আপনার অভিষেক হয়েছিল জয় দিয়ে, বিদায়টাও রাঙালেন জয় দিয়েই। ২০০৯ সালের ৯ জুলাই অভিষেক ম্যাচে ৫ উইকেট এবং ২০২১ সালের জুলাই মাসে সেঞ্চুরি, কিছুটা কাকতালীয় বটে। ক্রিকেটারদের দেওয়া গার্ড অব অনার ছিল টেস্টের পঞ্চম দিনের প্রথম ভাগের সেরা চিত্র। জয়ের আনন্দের সঙ্গে অজানা বিয়োগগাথা ছিল দিনের শেষভাগের চিত্রে। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, ক্রিকেট আমার প্যাশন। একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আপনার বিদায়টা মেনে নেওয়া কষ্টকর।

লেখক: এসএসসি পরীক্ষার্থী, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা