মিথ্যা

ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?

তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।

অলংকরণ: রাকিব রাজ্জাক

সকালবেলা বিশিষ্ট শিল্পপতি আফসার উদ্দিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁকে যখন হত্যা করা হয়, তখন তাঁর স্ত্রী ঘুমাচ্ছিলেন।

‘আপনি যা যা জানেন, বলুন।’ পুলিশ অফিসার আজগর আহমেদ বলেন।

‘স্যার’, আফসার সাহেবের স্ত্রী বলেন। ‘ওই সময়টাতে আমাদের বাবুর্চি রান্না করছিল। ঘর গোছাচ্ছিল শিরিন; যে আমাদের বাসায় কাজ করে আরকি। আর আমার ছোট ছেলে সুজন কোচিংয়ে পড়তে গিয়েছিল।’

পুলিশ তৎক্ষণাৎ গ্রেপ্তার করে দায়ী অপরাধীকে। কিন্তু কে আসলে দায়ী এবং কেন?

(উত্তর দেখো নিচে)

উত্তর: আফসার সাহেবের স্ত্রী। কারণ ঘুমন্ত অবস্থায় তিনি কীভাবে বুঝলেন তখন কে কী করছে?