মুঠোফোনে আওয়াজ বাড়াবে যেভাবে

মুঠোফোনে আওয়াজ বাড়াবে যেভাবে

মুঠোফোনে গান শুনতে গিয়ে প্রায়ই কি তোমার মনে হয়, ইশ্! আওয়াজটা আরও একটু জোরে হলে ভালো হতো? তাহলে গান চলা অবস্থায় মুঠোফোনটাকে এমন গোল একটা বাটির মধ্যে রাখো। দেখবে আগের চেয়ে অনেক জোরে গান বাজছে।

তথ্যসূত্র: ম্যাশাবেল ডটকম

মোমবাতি জ্বালানোর উপায়

বাজারে বাহারি রকমের মোমবাতি পাওয়া যায়। তার মধ্যে এক প্রকার হলো ছোট্ট একটা গ্লাসের মধ্যে রাখা মোমবাতি। কিন্তু সেটায় আগুন ধরাতে গেলেই বাধে বিপত্তি। ম্যাচের কাঠি ছোট হওয়ায় মোমবাতি জ্বালাতে গেলে আহত হওয়ার আশঙ্কা থাকে। তাই নিরাপদে এই মোমবাতি জ্বালাতে নুডলসের লম্বা একটা স্টিকের মাথায় আগুন ধরাও। তারপর সেটা দিয়ে মোমবাতিতে সহজে আগুন ধরাও।

সূত্র: ম্যাশাবল ডটকম