মোটরসাইকেল

অলংকরণ: তনি সুভংকর

একদিন মোটরসাইকেলে চড়ে অফিসে যাচ্ছি। যেতে যেতে হঠাৎ করে দেখি রাস্তার মাঝখানে ৩০-৪০ ফুট একটা খাদ। আশপাশের আর কোনো রাস্তাও নেই। যখন ভাবছি কী করে অফিসে যাওয়া যায়, তখন দেখি আমার এক প্রজাপতি বন্ধু সে পথ দিয়েই উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডেকে পুরো ঘটনাটা খুলে বললাম। কিছুক্ষণ পর আমার মাথায় একটা বুদ্ধি এল। আমি বন্ধুকে বললাম, ‘তুমি আমায় তোমার ডানাটা একটু ধার দেবে? আমি অফিসে যাওয়ার পর তোমার কাছে পাঠিয়ে দেব।’ প্রজাপতি বন্ধু বলল, ঠিক আছে। কিন্তু দুপুরের আগে আমার ডানা ফেরত চাই। আমার এক জায়গায় যেতে হবে। তারপর ওর ডানা মোটরসাইকেলের দুই পাশে লাগিয়ে আমি অফিসে চলে গেলাম। এরপর বাড়ি ফেরার সময় দেখি সেই খাদ এখনো ঠিক করা হয়নি। প্রজাপতি বন্ধু তো কোথায় যেন গেছে, ফিরে আসতে সময় লাগবে। তারপর আমি পরি বন্ধুকে ফোন করলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পরি বন্ধু এল। তারপর দেখি আমার মোটরসাইকেলের তেল শেষ। পরি বন্ধুর পিঠে ব্যথা, তাই পিঠে করেও আমাদের নিয়ে যেতে পারবে না। তারপর আমি বললাম, তাহলে এক কাজ করি, আমি তোমার ডানা আমার পিঠে লাগিয়ে চলে যাই। তুমি আমার মোটরসাইকেল নিয়ে হেঁটে হেঁটে এসো।

পরি বন্ধু রাজি হয়ে যাওয়ায় আবারও আমি শান্তিতে ফিরে এলাম। তার পরদিন আবার অফিসে যাওয়ার সময় দেখি, খাদটাকে ভরাট করে ফেলা হয়েছে। তারপর থেকে আমি আবার মোটরসাইকেলে চড়ে শান্তিতে চলাফেরা করতে লাগলাম।