ম্যাচের বাক্স চাই!

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

আমি ফটোগ্রাফার মুসফিরাত। পুরোপুরি দক্ষ না হলেও সুন্দর ছবি তুলে দিতে পারি। তোমার কাছে অনুরোধ, একটা ফটোগ্রাফি সংখ্যা বের করো। দেখো, সব বন্ধুরই পছন্দ হবে।

মুসফিরাত মোর্শেদ

অষ্টম শ্রেণি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: অবশ্যই। এটা আমাদের পরিকল্পনায় আছে। চিন্তা কোরো না। হয়ে যাবে। আর তোমরা যারা ছবি তোলো, সেটা নিজেদের কাছে জমিয়ে না রেখে আমাদের পাঠিয়ে দিলেও তো পারো। আমরা তোমাদের ছবি ছাপতে চাই। সঙ্গে অল্প কিছু শব্দে লিখে পাঠাবে ছবিটার গল্প। দেখো, সব বন্ধুরই পছন্দ হবে।

প্রিয় কিআ,

আমি আর আমার বন্ধুরা মিলে দরিদ্র-অসহায় মানুষকে সাহায্য করছি। আমরা প্রতি সপ্তাহে যার যার সাধ্যমতো টাকা জমিয়ে সব একসঙ্গে করে কোনো দরিদ্র মানুষকে দিই। তাতে তার খুব বেশি উপকার না হলেও সে খুব খুশি হয়। এই খুশিটাই আমাদের প্রাপ্তি। আমরা প্রত্যেকে যদি টিফিনের টাকা থেকে কিছু টাকা জমিয়ে কোনো অসহায় মানুষকে সাহায্য করি, তাহলে অনেক মানুষ উপকৃত হবে।

সবশেষে তোমার জন্য অনেক ভালোবাসা রইল কিআ। ভালো থেকো।

নাঈমাহ বিনতে নজরুল

একাদশ শ্রেণি, বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম

কিআ: অসাধারণ উদ্যোগ নাঈমাহ! তুমি এবং তোমার যে বন্ধুরা উদ্যোগটা নিয়েছ, সবাইকে কিআর পক্ষ থেকে ভালোবাসা। তোমরা কীভাবে কাজটা করছ, কেমন অভিজ্ঞতা হলো, এসব লিখে পাঠাও আমাদের। লেখাটা ছাপা হলে অন্য বন্ধুরাও উৎসাহিত হবে। আর একটা কথা তুমি দারুণ বলেছ, সবাই যদি এগিয়ে আসে, তাহলে অনেক মানুষ উপকৃত হবে। অনেক বড় কাজ করছ তোমরা। এগিয়ে যাও। আর সবাই সুস্থ থেকো।

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

আমার শখ হলো ম্যাচের বাক্স জমানো। কিন্তু দুর্ভাগ্য, এ পর্যন্ত মাত্র দুটি ম্যাচবক্স আছে আমার কাছে। অবশ্য তাতে আমার কোনো দুঃখ নেই। অবনীর (আমার বন্ধু) কাছে প্রায় ১০০-১১০টির মতো ম্যাচবাক্স আছে। আমি ওকে অনেকবার বলেছি কয়েকটি ম্যাচবাক্স দিতে। দেয়নি। তুমি তোমার পাঠকদের বলো, তাদের কাছে ম্যাচবাক্স থাকলে আমাকে দুটি দিতে।

রেজোয়ানা মাহমুদ

১ম শ্রেণি, নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান

কিআ: অবনীর কাছে ১১০টা ম্যাচবাক্স! কী বলো! এত ম্যাচ তো দোকানদারের কাছেও আছে কি না সন্দেহ! এই ম্যাচবাক্সগুলো কি একই রকম দেখতে? আমাদের ছবি তুলে পাঠাতে বলো। আর মন খারাপ কোরো না। এখন থেকে ম্যাচবাক্স পেলে আমরা তোমার জন্য জমিয়ে রাখব। তোমার ম্যাচবাক্সের সংগ্রহটাও অনেক বড় হবে একদিন। আমরা দেখতে যাব কিন্তু। ভালো থেকো।