রঙিলা মাথার তাজ

১. চলো আজ বানাই তাজ। লাগবে নানান রঙের একই মাপের কতগুলো বর্গাকার কাগজ। প্রথমে একটি কাগজ নিয়ে কাজ শুরু করা যাক। চিত্রের মতো ডটলাইন বরাবর কোনাকুনি ভাঁজ করে নাও।

২. ভাঁজ করা ত্রিভুজাকার কাগজটি এবার এক পাশে রাখো। এরপর বাকি কাগজগুলোও একইভাবে ভাঁজ করে রাখতে থাকো।

৩. এই তো হয়ে গেল অনেকগুলো ভাঁজ করা কাগজ।

৪. এবার চিত্রের মতো একটি ভাঁজ করা কাগজের মধ্যে অন্য একটি কাগজ গুঁজে দিয়ে বৃত্তাকারে সাজাতে থাকো। তাতে ৫ নম্বর চিত্রের মতো পাবে। কিন্তু আলাদা হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে ভাঁজের মধ্যে আইকা লাগিয়ে নিতে পারো, কিংবা স্টেপ্লার দিয়ে পিন মেরে নিতে পারো।

ব্যস, বানানো হয়ে গেল রঙিলা মাথার তাজ। এবার জন্মদিনের উৎসবে এমন একটি তাজ মাথায় উঠলে খুব একটা মন্দ হয় না, কী বলো?