রাওলিং যখন জনপ্রিয় হননি

জে কে রাওলিংকে কত যে যন্ত্রণা পোহাতে হয়েছে! হ্যারি পটার-এর প্রথম পর্ব লেখার পর গেলেন প্রকাশকদের কাছে। কেউই তো পাত্তা দেয় না তাঁকে! একদিন বুঝিয়ে-সুঝিয়ে প্রকাশনা প্রতিষ্ঠান ব্লুমসবেরি প্রেসকে রাজি করাতে পারলেন রাওলিং। অনেক গড়িমসি করার পর তারা রাজি হলো মাত্র ৫০০ কপি বই ছাপতে। তার আগে শর্ত জুড়ে দিয়ে বলল, ‘আপনার নামটা বদলে ফেলুন। পাঠকেরা যেন বুঝতে না পারে আপনি নারী লেখক!’ রাওলিং তখন কী করেন! তাঁর আসল নাম তো জোয়ানে রাওলিং। মাঝে কিছু নেই। শেষে মাঝখানে একটা ক্যাথলিন জুড়ে দিয়ে নিজের নাম রাখলেন জে কে রাওলিং!