রোজ সকালের স্কুলবাস

১. প্রথমে এক পিঠ সাদা ও আরেক পিঠ রঙিন একটি বর্গাকার কাগজ নাও। চিত্রের মতো দুদিক দিয়ে মাঝবরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
২. এবার ওপরের নিচের অংশ দুটি তিরচিহ্ন বরাবর ডটলাইনে ভাঁজ করো।
৩. এবার ডট করা অংশ চারটি তিরচিহ্ন বরাবর বাইরের দিকে মেলে ধরো।
৪. মেলে ধরা চারটি অংশের ছোট্ট চারটি মাথা ভেতরের দিকে ভাঁজ করো।
৫. পুরো কাগজটি এবার মাঝবরাবর ভাঁজ করো।
৬. এবার চিহ্নিত অংশদুটি পেছনের দিকে ভাঁজ করো বা কাঁচি দিয়ে কেটে ফেলে দাও।
৭. এবার দুটি কাজ করতে পারো। হয় বক্স বক্স করে কেটে নিয়ে বাসের দরজা–জানালা বানিয়ে নাও। না হয় আলাদাভাবে কাগজ কেটে চিত্রের মতো দরজা–জানালার জায়গায় আইকা বা আঠা দিয়ে বসিয়ে নিতে পারো। ব্যস, হয়ে গেল একটা বাস। এমন একখানা বাসে চড়ে, বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে রোজ সকালে স্কুলে যেতে পারলে বেশ হতো। কী বলো?