লকডাউনের সভা

লকডাউনের সঙ্গে গ্রীষ্মের গরম! বাড়িতে থাকতে মন না চাইলেও থাকতে হচ্ছে। বন্ধুদের সঙ্গেও দেখা হচ্ছে না। সব মিলিয়ে অনলাইনে যোগাযোগই একমাত্র ভরসা। এমনই এক গ্রীষ্মের দুপুরে নিজ নিজ বাসায় বৈদ্যুতিক পাখার নিচে বসে অনুষ্ঠিত হয় খুলনা কিআ বুক ক্লাবের অনলাইন সভা। সভাটি যেন গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে উঠোনে একত্রিত হয়ে গল্প ও আড্ডায় মেতে উঠার মতো। সবাই হারিয়ে যায় সেই পুরোনো দিনগুলোতে।

১৬ এপ্রিলের এই সভার নিয়মিত আয়োজনে ছিল কিআ রিভিউ। বুক রিভিউ শেষে ‘বইঝুড়ি' নিয়ে আসে তাসনুভা, যেখানে সদস্যরা বইমেলা ভ্রমণকাহিনির ও অভিজ্ঞতা বলে। প্রিয় লেখক ও পছন্দের বই নিয়ে আড্ডা ও তর্ক-বির্তকে মেতে ওঠে সবাই। বৈশাখ নিয়ে বিশেষ আয়েজনে প্রদর্শিত হয় ‘হাজার বছরের বৈশাখ ইতিহাস’ ডকুমেন্টরি।এছাড়া মাসিক কুইজ প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয় সিয়াম হোসেন।

কিশোর আলো বুক ক্লাবের কার্যক্রমের বিস্তারিত খবর পেতে চোখ রাখো www.kishoralo.com -এ। এ ছাড়া তোমার এলাকায় যদি কিআ বুক ক্লাবের কার্যক্রম চালু না থাকে, তাহলে বন্ধুরা মিলে ক্লাব গঠন করতে পারবে এই লিংক পূরণ করে।