লেখক হতে চাই

আঁকা : রাকিব রাজ্জাক

প্রিয় কিআ,

আমি বড় হয়ে লেখক হতে চাই। আমি প্রায় ১৫টি ছড়া ও চারটি গল্প লিখেছি। কিন্তু আমার লেখা ভালো হয় না। সবাই আমার লেখা গল্প পড়ে হাসে। আমাকে বলে আমার কোনো লেখাই নাকি ভালো না। আমি নাকি যত সব আলতু–ফালতু লেখা লেখি। এখন তুমিই এর সমাধান দাও।

অর্জন পোদ্দার

কিআ: আরে ধুর, তুমি অন্যের কথায় পাত্তা দাও কেন? তোমাকে তো লেখক হতে হবে। লেখক হতে হলে লোকে কী বলছে, সেটা নিয়ে না ভেবে তোমার যা ভালো লাগে, লিখে যাও। লিখতে লিখতেই তুমি ধীরে ধীরে লেখক হয়ে উঠবে। এটাই সমাধান। ভালো থেকো।