শিশুদের রংতুলিতে স্বাধীনতার ৫০ বছর

ট্রান্সকম ফুডস লিমিটেডের উদ্যোগে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীর কেএফসি ও পিৎজা হাটের ৬টি আউটলেটে ‘রংতুলিতে স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়।

আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী আবুল বারক আলভী, ওয়াকিলুর রহমান, আব্দুল মান্নান, হিরন্ময় চন্দ, জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।

অনুষ্ঠানে বিচারকদের সঙ্গে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা ও ট্রান্সকম ফুডস লিমিটেডের হেড অব মার্কেটিং মুরাদুল মুস্তাকিন।

আয়োজনজুড়ে লাল-সবুজের ছড়াছড়ি।
ছবি: সাইফুল ইসলাম
জলরঙ আর শিশুদের হাতের ছোঁয়ায় রঙিন হচ্ছে ক্যানভাস।
খুব মনোযোগ দিয়ে চলছে আঁকাআঁকি।
ট্রান্সকম ফুডস লিমিটেডের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
রংতুলিতে ইচ্ছেমতো স্বাধীনতার ছবি এঁকেছে শিশুরা।
খুব মনোযোগ দিয়ে চলছে আঁকাআঁকি।
শিশুদের আঁকা ছবি দেখছেন বিচারকেরা।
মন খুলে আঁকছে শিশুরা।
শিশুর রঙপেন্সিলে স্বাধীনতা।
বিচারক ও অতিথিদের সঙ্গে বিজয়ীরা।