শুরু হচ্ছে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

করোনার মহামারীতে আমরা বুঝতে পেরেছি যে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সম্পদ। চারপাশের প্রকৃতির প্রতি যদি আমরা খেয়াল রাখি, তাহলে আগামী দিনের জন্য গড়ে তোলা সম্ভব সুস্থ-সুন্দর এক সবুজ পৃথিবী। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড ২০২০।

ভূতত্ত্ব, আবহাওয়াবিজ্ঞান, সমুদ্রবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান এবং পরিবেশবিজ্ঞান এর সমন্বয়ে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এই আয়োজনে। এছাড়া অংশগ্রহণকারীদের করোনাকালীন সময়ে ও মহামারী পরবর্তীকালে সুস্থ পরিবেশের প্রয়োজনীয়তা নিয়ে প্রশিক্ষণ দিবেন আয়োজকরা।

এনইও নির্বাচিত দল আগামী বছরের আগস্ট মাসে রাশিয়ায় অনুষ্ঠিতব্য আইইএসও ২০২১ এ অংশগ্রহণ করতে পারবে।

২০১২ সাল থেকে প্রতিবছর জাতীয় পর্যায়ে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের আয়োজন করে বাংলাদেশ ইউথ এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ। নির্বাচিত বিজয়ীরা প্রশিক্ষণ শেষ করলে, চূড়ান্ত পর্বের শীর্ষ চারজন নির্বাচিতকে পাঠানো হয় আন্তর্জাতিক আর্থ সাইন্স অলিম্পিয়াডে (IESO)। যেখানে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।

এবারের এনইও নির্বাচিত দল আগামী বছরের আগস্ট মাসে রাশিয়ায় অনুষ্ঠিতব্য আইইএসও ২০২১ এ অংশগ্রহণ করতে পারবে। তবে কোভিড-১৯ বিবেচনা করে নিও ২০২০ এর জাতীয় পর্যায় পর্যন্ত সব কার্যক্রমই অনুষ্ঠিত হবে অনলাইনে। নিবন্ধন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, বিস্তারিত তথ্য পেতে ও রেজিস্ট্রেশন করতে যেতে হবে এই লিংকে

এই আয়োজনের ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে কিশোর আলো।