শেষ বিকেলের গল্প

অলংকরণ: রাকিব রাজ্জাক

আমি কি জানতাম সেদিনই তোমার সঙ্গে আমার শেষ বিকেল হবে? আমি আমার রুমে ছিলাম। তুমি এসে বললে, ‘চল, বের হই।’ আমি জিজ্ঞেস করলাম, ‘কই যাব এখন?’

‘এই তো, একটু সদাই কিনতে, ফেরার পথে লেকের পাড়ে বসে মা-মেয়ে আড্ডা দেব।’ আমার এই আড্ডা খুব পছন্দ, ঠিক তোমারও যেমন অনেক পছন্দ। কিন্তু মুখ ফুটে কোনো দিন বলিনি। ভাব নিয়ে থাকতাম, যেন তোমার পছন্দ বলে আমি যাই। এরপর সেই বিকেলে বের হলাম তোমার সঙ্গে, দোকানে গেলাম, ফেরার পথে লেকের পাড়ে বসে আড্ডাও দিলাম। লেক থেকে যখন বাড়ি ফিরব, তুমি আমাকে হঠাৎ ধাক্কা দিলে, কিছুক্ষণ পর তাকিয়ে দেখি, তুমি নিথর হয়ে পড়ে আছ।

লেখক: একাদশ শ্রেণি, ভিকারুননিসা নূন কলেজ, ঢাকা