সংগ্রামী এক মায়ের কথা

চরিত্রটি কাল্পনিক নয়, বাস্তব!

মা বইটি সম্পর্কে প্রথমেই একটি শব্দ দিয়ে আমার অনুভূতি বোঝাতে চাই, ‘রোমহর্ষক’। সত্যিই গল্পটি আমাকে ১৯৭১–এর মুক্তিযুদ্ধতে নিয়ে যায়। প্রতিটা বিষয় যেন আমি নিজের চোখে দেখছি। কী আশ্চর্য! কী সুন্দর! এই মা একজন শহীদ জননী। এর চেয়েও বড় পরিচয় তাঁর অনড় ও অসাধারণ গুণাবলি। আজাদ ভাত চেয়েছিল। কিন্তু মা ভাত নিয়ে যাওয়ার আগেই তাঁকে হত্যা করে পাকিস্তানিরা। তাঁর আর ভাত খাওয়া হয়নি। তাই আজাদের মা-ও আর কোনোদিন ভাত খাননি। কোনোদিন বিছানায় ঘুমাননি। কীভাবে ঘুমাবেন? তাঁর আজাদ যে বিছানায় নেই! অসীম সাহসী এই মায়ের ব্যক্তিত্ব সবার জন্যই অনুসরণীয়।

মা বইটির কথা মনে পড়লেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। সত্যি আজাদের মায়ের মতো এককথার মানুষ এবং অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ, আমি কমই দেখেছি। আর সবচেয়ে বেশি অবাক হই এই কথা ভেবে যে চরিত্রটি কল্পনার নয়, পুরোপুরি বাস্তব! এমন একজন অসামান্য বাস্তব চরিত্রকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ আনিসুল হক স্যারকে।

আরও পড়ুন