সব দোষ চেয়ারের

অলংকরণ: মাসুক হেলাল

আমাদের ক্লাসে যে চেয়ারটা ছিল, সেটা ছিল ভাঙা। আমরা কেউই সেটা জানতাম না। স্যার যখন ক্লাসে পড়াচ্ছিলেন, আমি একটা আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল কিছু ফাটছে। কিছুক্ষণ পর স্যার দড়াম করে মাটিতে পড়ে গেলেন। এবার বুঝতে পারলাম আওয়াজটা কোথা থেকে এসেছে। সবাই ততক্ষণে হাসতে শুরু করল। আমাদের হাসি দেখে স্যারের মুখ তো লাল। সেটা দেখে আমরা সঙ্গে সঙ্গেই হাসি থামিয়ে ফেললাম। স্যার তো রেগে আগুন। টেবিলটা ধরে তিনি উঠে দাঁড়ালেন। তারপর জানতে চাইলেন এটা কে করেছে। আমরা কেউ কোনো কথা বললাম না। শুধু রিম দাঁড়িয়ে বলল, ‘স্যার, আমরা কেউ এটা করিনি।’

‘তাহলে কে করেছে?’ স্যারের প্রশ্ন।

‘স্যার, এটা চেয়ার করেছে। সে আপনাকে ফেলে দিয়েছে। শাস্তি দিলে চেয়ারটাকে দিন।’

স্যার রিমটুসের কথা শুনে হাঁ করে দাঁড়িয়ে রইলেন। বেল বাজল, স্যার চলে গেলেন।