সভ্যতার নাম

অলংকরণ: রাকিব রাজ্জাক

আউয়াল হোসেন চৌধুরী আমাদের সমাজের শিক্ষক। সেদিন একজন একজন করে দাঁড় করিয়ে প্রশ্ন জিজ্ঞেস করছিলেন স্যার। আমার পেছনের একজন প্রশ্নের জবাব দিল ঠিকঠাক। স্যার ওর নাম জিজ্ঞেস করলেন। নাম বলল ছেলেটা। এরপরই হঠাৎ আমাকে দাঁড়াতে বললেন স্যার। জিজ্ঞেস করলেন, ‘পৃথিবীর সবচেয়ে পুরোনো সভ্যতা কোন দেশে অবস্থিত?’ ‘ইরাকে’, জবাব দিলাম আমি। স্যার বললেন, ‘নাম কী?’ ‘আবু শাবিব’, আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলাম আমি। কিন্তু কী আশ্চর্য, পুরো ক্লাস একসঙ্গে হেসে উঠল! কিছু বুঝতেই পারলাম না। পাশ থেকে আমার বন্ধু বলল, ‘আরে বোকা, স্যার সভ্যতার নাম জানতে চাইসে!’ তাড়াতাড়ি বললাম, ‘মেসোপটেমিয়া!’ কিন্তু তবু হাসি থামল না। তোমরাই বলো, আমি কীভাবে বুঝব যে স্যার কার নাম জানতে চেয়েছেন?

লেখক: শিক্ষার্থী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা