সমর্থন

অলংকরণ: রাকিব রাজ্জাক

আমার বয়স তখন মাত্র পাঁচ বছর। ক্রিকেট খেলা দেখতে ভালো লাগত। আমি ইন্ডিয়ার ভক্ত ছিলাম। এশিয়া কাপ চলছিল তখন। বাবার কাছ থেকে জানলাম, ভারত বনাম শ্রীলঙ্কার খেলা হবে। আমি বললাম, আমি শ্রীলঙ্কার পক্ষে। বাসার সবাই অবাক হলো। দুপুরে টিভিতে দেখলাম আজকে ইন্ডিয়া ও শ্রীলঙ্কার খেলা। আমি রেগে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি না বললে আজকে ভারতের খেলা? কই আজকে তো ইন্ডিয়ার খেলা।’ বাবা হাসি চেপে বললেন, ‘ইন্ডিয়াকেই ভারত বলা হয়।’ আমি সেদিনই প্রথম জানতে পারলাম, ইন্ডিয়া ও ভারত একই।

শিক্ষার্থী: দশম শ্রেণি, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, ঢাকা