সুন্দর একটা গল্প

কিশোর আলোর জুলাই সংখ্যার প্রচ্ছদ।
অলংকরণ: সাদাত

সন্ধ্যাবেলা। একটা সমুদ্রসৈকত। কতগুলো স্টারফিশ পড়ে আছে বালুকাবেলায়। একটা ছেলে স্টারফিশগুলো ধরে ধরে পানিতে ছেড়ে দিচ্ছে।

তাকে আরেকজন বলল, তুমি কী করছ?

সে জবাব দিল, ‌স্টারফিশগুলো বালুতে আটকে থাকলে মারা যাবে। আমি তাদের পানিতে ছেড়ে দিচ্ছি। তারা বেঁচে যাবে।

‘কিন্তু এখানে হাজার হাজার স্টারফিশ ডাঙায় পড়ে আছে। তুমি আর কটাকে বাঁচাতে পারবে?’

‌‘আমি এটাকে বাঁচালাম। আমার জন্য একটামাত্র স্টারফিশ। কিন্তু ওই স্টারফিশটার জন্য তা সমস্ত জীবন।’

ইন্টারনেটে পাওয়া গল্পটা সুন্দর। আমাদের চারপাশে অনেক পরিবার কষ্টে আছে। কারণ, কোভিড–১৯-এর কারণে অনেকেই পেশা হারিয়েছেন। আমরা হয়তো অনেকের পাশে দাঁড়াতে পারব না। একটা পরিবারের পাশেও চিরজীবন থাকতে পারব না। কিন্তু একটা পরিবারের জন্য একটা বেলা হয়তো একটা কিছু আমরা করতে পারি। হয়তো একটা দুঃখী মুখে হাসি ফোটাতে পারি।

ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মিলনের শিক্ষা দেয়।

সবাইকে ঈদের শুভেচ্ছা।