সোনার দাঁত, পরীক্ষার চাপ এবং অন্যান্য

  • ডাক্তার সাহেব, আমার দাদার দাঁত তুলে দিতে হবে।
    : কিন্তু তিনি তো মারা গেছেন!
    : তাতে কি! দাঁতগুলো সোনার যে!

  • ছেলের দুই দিন পর পরীক্ষা। অথচ পড়াশোনার নামগন্ধ নেই। সারা দিন টইটই করে ঘুরে বেড়ায়। মা ব্যাপারটা দেখে বলেন—
    মা: হাবলু, তোর না দুই দিন পরে পরীক্ষা! পড়াশোনা করছিস না যে!
    হাবলু: মা পরীক্ষার এত চাপ, পড়ার সময়ই পাচ্ছি না!!

  • বাবা: খোকা, তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো দেখি।
    খোকা: বাবা, আমার রিপোর্ট কার্ডটা আমার এক বন্ধু ধার নিয়েছে।
    বাবা: কেন? বন্ধুর রেজাল্ট কি খুব খারাপ হয়েছে? তোমার কার্ড দেখিয়ে বকার হাত থেকে বাঁচতে চায়?
    খোকা: না, ও ওর বাবা-মাকে ভয় দেখাতে চায়।

  • ছেলে: মা! বাবার চোখে চশমা কেন?
    মা: তুমি বাবার কথা শোনো না যে তাই! যাদের ছেলে কথা শোনে না, তাদের এমন হয়।
    ছেলে: ওহ্! এবার বুঝলাম, কেন দাদুভাইয়ের চোখে এত পাওয়ারের চশমা!

  • আমার কবিতা কি আপনার পত্রিকায় কখনোই প্রকাশিত হতে পারে না?
    : নিশ্চয়ই পারে, আমি তো চিরজীবী নই।