স্কুল লাইফ

যখন ক্লাস ওয়ানে প্রথম স্কুলে ঢুকি, তখন একটা আলাদা ভালো লাগা কাজ করেছিল। এত বড় স্কুল, এত ছেলেমেয়ে। একটা সময় পর সেই ভালো লাগা পরিণত হয় অসহ্যতায়। বড় ভাইয়া-আপুদের যতই দেখতাম ততই আফসোস হতো, ইশ্—কবে যে আমারও এই স্কুল লাইফ শেষ হবে। কবে যে আমিও তাদের মতো স্কুল থেকে বেরিয়ে যাব। আর যখন তাদের মতো আমিও একদিন বড় হয়ে গেলাম, আমারও যেদিন এই স্কুল থেকে চলে যাওয়ার সময় হলো, তখন সেই অসহ্যতাই কীভাবে যেন পরিণত হলো গভীর ভালোবাসায়। স্কুলের প্রতি আবেগ বেড়ে গেল বহু গুণ। তখন আর ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। কিন্তু যখন নিয়মানুযায়ী ছেড়ে এলাম, সেদিন বুঝলাম কেন স্কুল ছেড়ে যাওয়ার সময় অশ্রু ঝরত বড় ভাইয়া-আপুদের। আজ আবার ইচ্ছা করে সেই স্কুল লাইফে ফিরে যেতে।

(কিশোর আলোর অক্টোবর ২০১৭ সংখ্যায় প্রকাশিত)