স্কুলই আমার খুশির কারণ

অলংকরণ: সব্যসাচী চাকমা

আগে যখন সকালে সকালে স্কুলে যেতাম, মনে হতো, ‘ইশ্, যদি এমন হতো, আমাদের স্কুল পুরো এক বছর বন্ধ থাকবে!’ কিন্তু আমার এই ইচ্ছা যখন বাস্তবে রূপ নিল, তখন বুঝলাম কী বোকাই না ছিলাম! যখন জানলাম ৫৪৪ দিন পর স্কুল আবার খুলছে, তখন আমি অনেক খুশি হয়েছিলাম। সকাল সকাল উঠে স্কুলে গিয়ে প্রিয় বান্ধবী আর শিক্ষকদের মুখগুলো যখন দেখলাম, তখন হঠাৎ খেয়াল করলাম, আমার চোখ দুটি আবেগে ভিজে যাচ্ছে, সবাই কত বদলে গেল! বান্ধবীদের আবার সেই ক্লাসে বসলাম, যদিও সামাজিক দূরত্ব ছিল। ছুটির সময় যখন ঘণ্টা বাজল, মনে হলো, এই শব্দ একসময় আমাদের খুশির কারণ ছিল। ভাবছি স্কুল বন্ধ হওয়ার জন্য আর কোনো দিন প্রার্থনা করব না।

লেখক: নবম শ্রেণি, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ