হত্যাচেষ্টা

ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?

তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।

অলংকরণ: রাকিব রাজ্জাক

ডিটেকটিভ অনিরুদ্ধ বড়ুয়া হাসপাতালের ওয়েটিংরুমে ডাক্তারের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই একজন লোক দৌড়ে এসে রুমে ঢুকে বললেন, আমার স্ত্রীকে কেউ গুলি করেছে!

অনিরুদ্ধ বড়ুয়া বলেন, আপনি স্থির হোন। আমাদের সবটা খুলে বলুন।

লোকটা জানান, তাঁর নাম চঞ্চল কর্মকার। অফিসে কাজ করছিলেন তিনি। হঠাৎই বাড়ির গৃহপরিচারিকা ফোন করে জানায় তাঁর স্ত্রীর খারাপ কিছু হয়েছে এবং সে এখন আইসিইউতে আছে। এই শুনে চঞ্চল সাহেব দেরি না করে সরাসরি হাসপাতালে চলে আসেন।

চঞ্চল সাহেব কথা বলা শেষ করামাত্রই ডিটেকটিভ অনিরুদ্ধ বড়ুয়া তাঁকে গ্রেপ্তার করেন; স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে।

কেন অনিরুদ্ধ বড়ুয়া তাঁকে গ্রেপ্তার করেন?

(উত্তর দেখো নিচে)

উত্তর: চঞ্চল সাহেবের তো গুলি করার বিষয়ে জানার কথা না। তাঁকে তো গৃহপরিচারিকা শুধু জানায়, তাঁর স্ত্রীর খারাপ কিছু হয়েছে।