হাইজ্যাকার

অলংকরণ: সাদমান মুন্তাসির

তখন খুব ছোট ছিলাম। তবে ছোট হলে কী হবে, স্বপ্নগুলো ছিল বড় বড়। মানে ছোটবেলা থেকেই আমার ডাক্তার হওয়ার স্বপ্ন। এমনকি আমি সারা দিন ‘ডাক্তার হব, ডাক্তার হব’ বলতাম। হঠাৎ একদিন ভাইয়া এসে বলল, ‘এই মালিহা। তুই হাইজ্যাকার হবি?’

আমি বললাম, ‘ভাইয়া, হাইজ্যাকার কী?’ ভাইয়া বলল, ‘হাইজ্যাকার হলো ডাক্তারের থেকেও আরও বেশি দামি।’ আমি তো মহাখুশি! তাই ভাবলাম হাইজ্যাকারই হব। তারপর ভাইয়া বলল, ‘যা, আম্মুকে গিয়ে বল যে তুই হাইজ্যাকার হবি।’ আমি তখনই আম্মুকে গিয়ে বললাম যে হাইজ্যাকার হব। তারপর হঠাৎ ঠাস্সসস। আম্মুকে বললাম, কেন আমাকে থাপ্পড় মারলে? আম্মু কিছু বলেন না। শুধু চুপ থাকেন। আমি খুব অবাক হলাম। ভাইয়াকে জিজ্ঞেস করতে গেলে, ভাইয়া শুধু হা হা হা করে হাসে। শেষ পর্যন্ত একদিন বুঝলাম হাইজ্যাকারটা কী। কথাগুলো মনে পড়লে এখনো হাসি আসে।