হাতকাটা রবিন

মাসুদরা আগে যে বাসায় থাকত, সেখানে আবার নতুন ভাড়াটে এসেছে। তাদের ছেলেটা টিপু ও হীরাদেরই বয়সী, কিন্তু ছেলেটার বাঁ হাতটা কনুই থেকে কাটা। কীভাবে কাটল হাতটা? জানতে গিয়েই ঘটল বিপত্তিটা। কৌশলে জব্দ করে ছেলেটা হয়ে বসল হীরাদের গোপন ক্লাবের মেম্বার। শুরুতে কেউ না মানলেও ধীরে ধীরে সবাই বুঝে যায়, বুদ্ধিতে রবিনের জুড়ি মেলা ভার। একটা হাত কাটা তাতে কী, খেলাধুলা এমনকি সাঁতার কাটা, এমনকি নৌকা বাওয়াতেও পিছিয়ে নেই সে। রবিনের চেষ্টা আর বুদ্ধিতে তারা হয়ে ওঠে শহরের সেরা ফুটবল টিম। সে–ও আরেক দারুণ ইতিহাস।

এরপর একদিন তারা খোঁজ পায় একদল ডাকাতের, কিন্তু ডাকাতদের কিছু একটা করার আগেই রবিনরা হারিয়ে ফেলে ডাকাত দলটিকে। এরপর কী হলো? রবিনরা কি পারবে খুঁজে বের করতে ডাকাতদের? জানতে হলে পড়ে ফেলো রহস্যঘেরা মুহম্মদ জাফর ইকবালের হাতকাটা রবিন বইটি।

আরও পড়ুন