হাতে পৌঁছাল লাখ টাকার পুরস্কার

‘লাখ টাকার কুইজ’ প্রতিযোগিতার প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ল্যাপটপ তুলে দেন আনিসুল হক
ছবি: খালেদ সরকার

কিশোর আলোর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বছর অক্টোবরে আয়োজন করা হয় ‘লাখ টাকার কুইজ’ প্রতিযোগিতা। প্রথম আলোর পাতায় প্রকাশিত কুইজের উত্তর পাঠায় সারা দেশের কিআ পাঠকেরা। খামে খামে ভরে গিয়েছিল কিআ কার্যালয়।

সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে মোট ৩১ জন কুইজ বিজয়ী বাছাই করা হয়। লটারি অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ঘোষণা করেন বিজয়ীদের নাম। ‘লাখ টাকার কুইজ’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম প্রকাশিত হয় কিশোর আলোর নভেম্বর ২০২১ সংখ্যায়।

দ্বিতীয় পুরস্কার ট্যাব জিতেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান
ছবি: খালেদ সরকার

বাকি ছিল শুধু বিজয়ীদের হাতে পুরস্কার পৌঁছানোর। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বারবার পেছাচ্ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অবশেষে গত সপ্তাহে অনুষ্ঠিত হলো ‘লাখ টাকার কুইজ’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান।

২ মার্চ, বুধবার কিআ কার্যালয়ে প্রথম ও দ্বিতীয় পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোর আলোর সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলম ও আদনান মুকিত, ম্যাগাজিন সমন্বয়ক শাহাদাত ফয়েজ ওয়াইসি ও কিশোর আলোর স্বেচ্ছাসেবকেরা।

প্রথম পুরস্কার ল্যাপটপ জিতে নিয়েছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থী জান্নাতুল আয়মান। দ্বিতীয় পুরস্কার ট্যাব জিতেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান। পুরস্কার হাতে পেয়ে দুজনই বেশ খুশি।

প্রথম ও দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের সঙ্গে আনিসুল হক
ছবি: খালেদ সরকার

শেরপুর থেকে পুরস্কার গ্রহণ করতে এসেছিল জান্নাতুল আয়মান। বিজয়ী হয়ে কেমন লাগছে জানতে চাইলে আয়মান বলে, ‘আমি কখনো ভাবতেই পারিনি বিজয়ী হতে পারব। হুট করে একদিন স্কুল থেকে ফিরে কিআর পাতায় বিজয়ী হিসেবে আমার নাম দেখতে পাই। এখনো বিশ্বাস করতে পারছি না!’

করোনা পরিস্থিতির জন্য বাকি ৩০ জন বিজয়ীর পুরস্কার পৌঁছে দেওয়া হয়েছে বিজয়ীদের ঠিকানায়।