হায়ার স্টাডি, হাড্ডি এবং অন্যান্য

আঁকা : সব্যসাচী চাকমা
  • একদিন পাহাড়ে উঠে এদিক-সেদিক ঘোরাঘুরি না করে একমনে বই পড়তে শুরু করল মন্টু মিয়া। তা দেখে এক লোক এসে জিজ্ঞেস করলেন, ব্যাপার কী ভাই, এই পাহাড়ে উঠে আপনি বই পড়ছেন? ভারি তাজ্জব ব্যাপার তো! মন্টু মিয়া চোখের সামনে থেকে বইটা সরিয়ে বলল, তাজ্জব ব্যাপার মানে! দেখছেন না আমি হায়ার স্টাডি করছি!

  • শিক্ষক ক্লাসে ঢুকেই সঞ্জুকে বললেন, ‘আচ্ছা সঞ্জু, বলো তো মানুষ কি কখনো ভবিষ্যতের কথা বলতে পারে?’
    সঞ্জু: হ্যাঁ স্যার, আমার মা-ই তো পারেন।
    শিক্ষক: বলো কী! এটা কী করে সম্ভব!
    সঞ্জু: আমার পরীক্ষার ফল দেখলেই তো মা বলতে পারেন বাবা বাসায় এলে আমার কী হবে!

  • আগ্নেয়গিরির ছবি তুলবেন বলে একটা বিমান ভাড়া করলেন একজন আলোকচিত্রী। বিমান আকাশে ওড়ার সময় আলোকচিত্রী বলছেন পাইলটকে, ‘ডানে যান...বাঁয়ে যান...হু, এবার আগ্নেয়গিরিটার খুব সামনে থেকে ঘুরে আসুন।’
    পাইলট: কেন?
    আলোকচিত্রী: কারণ আমি একজন আলোকচিত্রী, আমি আগ্নেয়গিরির ছবি তুলব।
    পাইলট: তার মানে আপনি আমার সেই প্রশিক্ষক নন, যার আজ আমাকে বিমান অবতরণ করা শেখানোর কথা!

আঁকা : সব্যসাচী চাকমা
  • এক ভদ্রলোক, বয়স পঁয়তাল্লিশের ঘরে। ঢাকা মেডিকেল কলেজের ছেলেদের হোস্টেলের সামনে এসে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছেন দেখে একজন মেডিকেল স্টুডেন্ট এগিয়ে গিয়ে বলল, ‘আংকেল, আপনি কাকে খুঁজছেন?’
    তিনি বললেন, ‘আমি একটু বোনের খোঁজে এসেছিলাম।’
    ছেলেটি বলল, ‘আপনি তো ভুল জায়গায় এসেছেন। আপনি এক কাজ করুন, রাস্তা পার হয়ে ওপারে ক্যাম্পাসের ভেতরে মেয়েদের হোস্টেলে খোঁজ নিন, ওখানে আপনার বোন থাকতে পারে।’
    তিনি বললেন, ‘না, ওই বোন না। আমি এসেছি বোন মানে হাড্ডির সেট কিনতে। আমার ছেলে এই বছর মেডিকেলে চান্স পেল তো!’

  • এক ব্যস্ত বাবা তাঁর মেয়ের গৃহশিক্ষককে সামনে পেয়ে জিজ্ঞেস করলেন, কী খবর মাস্টার সাহেব, আমার মেয়ে কেমন পড়ছে? বড় হয়ে সে কী হবে মনে হয়?
    গৃহশিক্ষক খানিক আমতা–আমতা করে বললেন, আমার তো মনে হয় সে আকাশচারীই হবে।
    ভীষণ অবাক বাবা। বলেন কী! এত কিছু থাকতে সে কেন আকাশচারী হবে, কী দেখে আপনি এমন ভবিষ্যদ্বাণী করেন?
    বারবার পড়ানোর পরও যখন আপনার মেয়েকে কিছু জিজ্ঞেস করি, তখন ওকে দেখলে মনে হয় যেন এই মাত্র আকাশ থেকে পড়ল!

আঁকা : সব্যসাচী চাকমা
  • শিক্ষক: তোমার লজ্জা করল না, তোমার চেয়ে কম বয়সী একটা ছেলেকে এমনভাবে মারতে? এখনই যদি এমন হয়, তাহলে বড় হয়ে কী হবে?
    ছাত্র: স্কুলমাস্টার, স্যার।