১০০ টাকা

অলংকরণ: রাকিব রাজ্জাক

একদিন রাকিব বলল, ‘আমি সর্বকালের সেরা বোলার।’ আমি বললাম, ‘কীভাবে? তুই তো উইকেটই পাস না!’ ‘কী–ইইই? সেদিনই তো দ্বীপের উইকেট নিলাম।’ শুনে আমি তো হো হো করে হাসি শুরু করলাম। ‘সে তো টাকা খাইয়ে আউট করেছিস’, বললাম আমি। আসলে আমাদের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড় দ্বীপ। সেদিন রাকিব দ্বীপকে বলল, ‘আজ তোকে ১০০ টাকা খাওয়াব।’ মহাখুশি হয়ে দ্বীপ বলল, ‘তোর মতো বন্ধু পাওয়া মুশকিল।’ আমরা অবাক হয়ে দেখলাম, সত্যি সত্যি ১০০ টাকা বের করল রাকিব। এরপর ১০০ টাকার সেই ময়লা নোটটি দ্বীপকে খাওয়াতে চেষ্টা করল। দ্বীপ তো ১০০ টাকার খাবার খেতে চেয়েছিল। ১০০ টাকার নোট খেতে চায়নি। রাকিবের হাত থেকে বাঁচতে দ্বীপ দিল দৌড়। তারপর দ্বীপকে ধরে এনে সত্যিই নোটটা ওর মুখের ভেতর দিয়ে দিল রাকিব। থু থু করে ফেলে দিল দ্বীপ। এরপর সেদিন খেলতে এসে রাকিব কীভাবে যেন দ্বীপকে আউট করে ফেলল। টাকা খাওয়ানোর ভয়েই কি না, কে জানে!

লেখক: শিক্ষার্থী, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা