আসছে কিশোর আলোর ১০০ তম সংখ্যা। সংখ্যাটি আমরা সাজাতে চাই আপনাদের পাঠানো ১০০ শব্দের ছোট গল্প দিয়ে। ভূত, গোয়েন্দা, অ্যাডভেঞ্চার, হাসি, সাই-ফাই— কিশোর উপযোগী যেকোনো ধরনের গল্পই পাঠাতে পারেন আপনি। যত ইচ্ছা তত। আজই পাঠিয়ে দিন আপনার গল্প।
গল্প পাঠানোর নিয়ম
গল্পগুলো অবশ্যই ১০০ শব্দের মধ্যে হতে হবে।
গল্প পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। ওয়ার্ড বা পিডিএফ ফাইলে নয়, গল্প লিখতে হবে ইমেইলের বডিতে।
গল্পের সঙ্গে লিখতে হবে— লেখকের নাম, পেশা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেণি (শিক্ষার্থীদের জন্য), ঠিকানা ও মোবাইল নম্বর।
ইমেইলের সাবজেক্টে লিখতে হবে: কিশোর আলো ১০০ শব্দের গল্প
যেকোনো বয়সী লেখকই গল্প পাঠাতে পারবেন।
গল্প পাঠানোর শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি।
গল্প পাঠানোর ঠিকানা: [email protected]