১০০ শব্দে গল্প লিখুন

গ্রাফিকস : মনিরুল ইসলাম
আসছে কিশোর আলোর ১০০ তম সংখ্যা। সংখ্যাটি আমরা সাজাতে চাই আপনাদের পাঠানো ১০০ শব্দের ছোট গল্প দিয়ে। ভূত, গোয়েন্দা, অ্যাডভেঞ্চার, হাসি, সাই-ফাই— কিশোর উপযোগী যেকোনো ধরনের গল্পই পাঠাতে পারেন আপনি। যত ইচ্ছা তত। আজই পাঠিয়ে দিন আপনার গল্প।

গল্প পাঠানোর নিয়ম

  • গল্পগুলো অবশ্যই ১০০ শব্দের মধ্যে হতে হবে।

  • গল্প পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। ওয়ার্ড বা পিডিএফ ফাইলে নয়, গল্প লিখতে হবে ইমেইলের বডিতে।

  • গল্পের সঙ্গে লিখতে হবে— লেখকের নাম, পেশা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেণি (শিক্ষার্থীদের জন্য), ঠিকানা ও মোবাইল নম্বর।

  • ইমেইলের সাবজেক্টে লিখতে হবে: কিশোর আলো ১০০ শব্দের গল্প

  • যেকোনো বয়সী লেখকই গল্প পাঠাতে পারবেন।

  • গল্প পাঠানোর শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি

  • গল্প পাঠানোর ঠিকানা: [email protected]

বাছাই করা সেরা গল্পগুলো প্রকাশিত হবে কিশোর আলোর ১০০ তম সংখ্যায়