২০২১ সুন্দর করব কীভাবে!

কিশোর আলোর জানুয়ারি সংখ্যার প্রচ্ছদ
ছবি: কবির হোসেন, মডেল: সাদিব ও ফাইজা

তাহলে ২০২১ এসেই গেল!

আমরা অনেক দিন থেকে এই নতুন বছরের জন্য অপেক্ষা করছিলাম। কারণ, ২০২১ আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর।

আর আমরা ২০২০ সালে প্রতিটা ক্ষণ প্রতিটা দিন অপেক্ষা করেছি, কবে নতুন বছর আসবে। কারণ, ২০২০-এ প্রতিমুহূর্তে ভয়, শঙ্কা, দুঃসংবাদ আমাদের মনে করিয়ে দিচ্ছিল যে এটা বিশ্বের সবচেয়ে খারাপ বছর।

সুতরাং আমরা সবচেয়ে খারাপ বছরটা পার করে ফেললাম। এবার নতুন বছরটাকে সবচেয়ে ভালো বছর বানানোর পালা। আমরা সারা পৃথিবীকে পাল্টাতে পারব না। নিজেকে পাল্টানোর চেষ্টা করা যেতে পারে। এসো, আমরা নতুন বছরটাকে নিজের জন্য এবং পৃথিবীর জন্য সুন্দর করে তুলি।

পৃথিবীতে কেউই পরিশ্রম, চেষ্টা, অধ্যবসায় ছাড়া সাফল্য পায়নি। এসো, তাহলে যা করার, মন দিয়ে করি, শতভাগ একাগ্রতা দিয়ে সাধনা করি।

তাহলেই ২০২১ সুন্দর হবে। সবার ২০২১ সুন্দর হলে পৃথিবীর ২০২১ সুন্দরতম হবে।

শুভ নববর্ষ।