‘৭-৮-১৬-১-৫৩-৭’

অলংকরণ: মাহাতাব রশীদ

বিখ্যাত একজন কেমিস্ট মারা গিয়েছেন। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ গেল তাঁর বাসায়। নোটপ্যাডে কাঁপা হাতে লেখা ‘৭-৮-১৬-১-৫৩-৭’। সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে থানায় ধরে আনা হলো। সালমা, জুবায়ের, রাকিব, নোশিন আর তানহা। হঠাৎ করে ইনস্পেক্টর ‘বুঝতে পেরেছি কে খুনি’ বলে খুনিকে গ্রেপ্তার করলেন। বলতে হবে কাকে এবং কীভাবে গ্রেপ্তার করলেন?

উত্তর

নোটপ্যাডে পাওয়া সংখ্যাগুলো পারমাণবিক সংখ্যা হলে সেই মৌলগুলোর সংকেত হচ্ছে যথাক্রমে N-O-S-H-I-N