নারুতো সম্পর্কে এই তথ্যগুলো জানতে?

নারুতো উজুমাকি ও বন্ধুরা

তোমরা তো নারুতোকে খুব ভালো করে চেনো। তবু বলি, নারুতো বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যানিমে সিরিজ। মাসাশি কিশিমোতোর সৃষ্টি এই দীর্ঘ সিরিজ শুরু হয় ২০০২ সালে। তবে মাঙ্গা হিসেবে নারুতো প্রকাশিত হয় ১৯৯৯ সালে। অ্যানিমে সিরিজটি দুই ভাগে বিভক্ত। আগে ছিল ‘নারুতো’, তারপর এসেছে ‘নারুতো শিপ্পুদেন’। এখন তো ‘বোরুতো: নারুতো নেক্সট জেনারেশনস’ নামে একটি সিরিজে নারুতোর ছেলের গল্পও চলছে!

নারুতোর গল্প নারুতো উজুমাকি নামের একটি ছেলেকে নিয়ে। ওর শরীরে ছিল একটা দুষ্টু শেয়ালের আত্মা। নয়টা লেজ ছিল এই শেয়ালের। দুষ্টু শেয়ালের আত্মা থাকায় নারুতোকে কেউ পছন্দ করত না। কিন্তু নারুতো সব সময় স্বপ্ন দেখত যে সে একদিন তার গ্রামের সবচেয়ে বড় হোকাজে (গ্রামের নেতা) হয়ে উঠবে। অনেক কষ্ট করে পড়াশোনা করত নারুতো। গেনিন হওয়ার জন্য নিত প্রশিক্ষণ। ঠিকই একদিন বিশ্বের অন্যতম শক্তিশালী শিনোবি (নিনজা) হয়ে উঠল সে!

নারুতোর অনেক বন্ধু আছে। এক বন্ধুর নাম সাসুকে উচিহা। প্রথম দিকে খুব রাগ ছিল তার। শুধু প্রতিশোধ নিতে চাইত সে। আরেক বন্ধু সাকুরা হারুনো। সে একজন দারুণ চিকিৎসক, সেই সঙ্গে একজন নিনজাও। ওদের শিক্ষক ছিলেন কাকাশি হাতাকে। সবাই তাঁকে ‘শারিংগানের কাকাশি’ নামে ডাকত। নারুতোকে সব সময় সঠিক পথ দেখাতেন তিনি।

এ ছাড়া আরও অনেক মজার চরিত্র আছে নারুতোতে। যেমন আরেক শিক্ষক জিরাইয়া অনেক কিছু শিখিয়েছেন নারুতোকে। ইতাচি উচিহা নামের এক চরিত্র আছে, যাকে প্রথমে খারাপ মনে হলেও পরে জানা যায়, সে নিজের জীবন দিয়ে অন্যদের বাঁচিয়েছে। আবার ওরোচিমারু নামের একজন বিজ্ঞানী অমর হতে চায়।

নারুতোর অনেক বন্ধু আছে

নারুতোর গল্প অনেকগুলো ভাগে ভাগ করা। যেমন চুনিন পরীক্ষা। এই পরীক্ষায় শিনোবিরা নিজেদের শক্তি পরীক্ষা করত। এরপর সাসুকেকে ফিরিয়ে আনার যুদ্ধ, দুষ্ট আকাতসুকি দলের সঙ্গে লড়াই, পেইন নামের এক খলনায়কের আক্রমণ, চতুর্থ মহাযুদ্ধ আর সবশেষে নারুতো ও সাসুকের দারুণ লড়াই!

এই অ্যানিমে শুধু লড়াই আর অ্যাকশন নয়, বরং বন্ধুত্ব, পরিশ্রম, ত্যাগ ও ক্ষমার মতো সুন্দর জিনিসও শেখায়। নারুতো দেখায়, যদি তুমি কঠোর পরিশ্রম করো, কখনোই হাল না ছাড়ো আর নিজেকে বিশ্বাস করো, তাহলে তুমি যেকোনো অসম্ভবকে সম্ভব করতে পারো। একই সঙ্গে বন্ধুত্ব যে জীবনের জন্য কতটা জরুরি, সেটাও আমরা এই সিরিজে দেখতে পাই।

নারুতো অ্যানিমের প্রথম অংশে ২২০টা পর্ব আছে, আর দ্বিতীয় অংশে ৫০০টা পর্ব। বোরুটো: নারুতো নেক্সট জেনারেশনস অ্যানিমেটি ২৯৩টি পর্বের পর ২০২৩ সালের মার্চ মাসে বিরতিতে গেছে, তাই এখন নতুন কোনো পর্ব প্রচারিত হচ্ছে না।

দীর্ঘদিন ধরে চলা নারুতো সিরিজ সবার মনে গেঁথে আছে।

নারুতো সম্পর্কে কয়েকটি তথ্য

নারুতোর প্রিয় খাবার রামেন: নারুতো প্রায়ই ইচিরুকু রামেন নামের একটি দোকানে গিয়ে রামেন খায়। এই দোকান সত্যিই আছে জাপানে!

কাকাশির মুখে মাস্কের রহস্য: কাকাশি হাতাকে সব সময় তার মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখে। এই মাস্কের নিচে তার মুখ দেখতে কেমন, তা জানতে ভক্তরা অনেক বছর ধরে অপেক্ষা করেছে, কিন্তু খুব কম মানুষই তা দেখতে পেয়েছে।

আকাতসুকির আংটি: আকাতসুকি দলের প্রত্যেক সদস্যের হাতে একটি বিশেষ আংটি থাকে। এসব আংটি তাদের পরিচয় আর দলের মধ্যে তাদের অবস্থান বোঝায়।

সাসুকের নাম: সাসুকে উচিহার নামটি জাপানের কিংবদন্তি নিনজা সারুতোবি সাসুকে থেকে নেওয়া হয়েছে, যিনি তাঁর দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন।

কাকাশি: প্রথম দিকে মাসাশি কিশিমোতো চেয়েছিলেন কাকাশি চরিত্রটি অনেক রুক্ষ আর কঠিন হবে। তার বাচনভঙ্গি হবে আলাদা। কিন্তু পরে তিনি চরিত্রটিকে আরও শান্ত আর মমতাময় করে তুলেছেন।

লেখক: শিক্ষার্থী, পঞ্চম শ্রেণি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন