গানের সুরে, পাঠকের আনন্দে কিশোর আলোর জন্মদিন

ELA

১ অক্টোবর ছিল কিশোর আলোর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ঢাকার কারওয়ান বাজারে কিশোর আলো কার্যালয়ে আয়োজন করা হয় ঘরোয়া একটি অনুষ্ঠান। এ আনন্দ আয়োজনে ছিলেন কিশোর আলোর পাঠক, লেখক, কবি, স্বেচ্ছাসেবক ও অতিথিরা।

বেলা তিনটা বাজার আগেই পাঠকেরা উপস্থিত হতে শুরু করে সভাকক্ষে। জন্মদিনের আনন্দ বাড়াতে শুরুতেই সবার হাতে তুলে দেওয়া হয় কিআর টি–শার্ট। শুরু হয় পরিচয় পর্ব। অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক আনিসুল হক ও কিশোর আলোর প্রদায়ক আবু তালেব রাফি। এ সময় কিআর পাঠক আয়মান জাহিন জানায়, কিশোর আলোর সব কটি সংখ্যা আছে তার কাছে। এরপর সুদূর নর্দান আয়ারল্যান্ড থেকে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন কিশোর আলোর সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলম। তারপর মূল অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। কিশোরদের পছন্দকে প্রাধান্য দিয়ে শুরু হয় খৈয়াম সানু সন্ধির গান। চারটি গান পরিবেশন করেন জনপ্রিয় এই শিল্পী।

গানের পর সম্পাদক আনিসুল হকের পরিচালনায় আলোচনা হয় কিশোর আলোর ভালো-মন্দ নিয়ে।

আরও পড়ুন

এরপর কিশোর আলোর সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের পরিচয় করিয়ে দেন আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের দুই রৌপ্য ও দুই ব্রোঞ্জজয়ীদের। নটর ডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন; সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজের শিক্ষার্থী আরেফিন আনোয়ার; একাডেমিয়ার শিক্ষার্থী রাফিদ আহমেদ এবং নটর ডেম কলেজের শিক্ষার্থী আবরার শহীদ এই অলিম্পিয়াডে নিজেদের অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেন।

কিআ পাঠকের অংশগ্রহণে জমে ওঠে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি : আব্দুল ইলা

ছড়া নিয়ে আলোচনার জন্য ছিলেন জনপ্রিয় ছড়াকার রোমেন রায়হান। কিআর সঙ্গে তাঁর পথচলার অভিজ্ঞতার কথা পাঠকদের শোনান তিনি। ছিলেন সাহিত্যিক ও অনুবাদক জাভেদ হুসেন। বই পড়া কেন জরুরি, তা পাঠকদের সামনে তুলে ধরেন তিনি। এরপরই শুরু হয় লেখালেখি নিয়ে প্রশ্নোত্তর পর্ব। জনপ্রিয় লেখক শিবব্রত বর্মন ও তানজিনা হোসেনকে সঙ্গে নিয়ে পর্বটি পরিচালনা করেন কিশোর আলোর সহকারী সম্পাদক আদনান মুকিত। লেখালেখি নিয়ে নানা প্রশ্ন করে পাঠকেরা।

আরও পড়ুন
ছড়াকার রোমেন রায়হান ছড়া নিয়ে পাঠকের সঙ্গে আলোচনা করেন।
ছবি : আব্দুল ইলা

প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন জানান, বই পড়ার আনন্দ কত চিরন্তন। এখনো সত্যজিৎ রায়ের বই তাঁকে মুগ্ধ করে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি জোর দেন তিনি।

কার্টুনিস্ট নাইমুর রহমান ও সব্যসাচী চাকমা জানান, কিশোর পাঠকেরা অনুপ্রাণিত করে তাঁদের। তাই শত ব্যস্ততার মধ্যেও কিশোর আলোর জন্য আঁকেন তাঁরা।

সবশেষে সভাকক্ষে আসেন কিশোর আলো প্রকাশক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান

অনুষ্ঠানে ভাষাশহীদ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই বিপ্লবে শহীদ সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সন্ধ্যায় গান নিয়ে হাজির হন জনপ্রিয় শিল্পী আহমেদ হাসান সানি। তাঁর ‘শহরের দুইটা গান’ ও ‘নিঝুম রাত’ গানে মেতে ওঠে সবাই।

আরও পড়ুন
শুভ জন্মদিন কিআ, কার্ড বানিয়ে কিআ সম্পাদককে উপহার দিয়েছে পাঠক আফসারা জামান।
ছবি : আব্দুল ইলা

কিশোর আলোর পাঠক, স্বেচ্ছাসেবীদের শুভেচ্ছা বার্তা নিয়ে একটি ভিডিও তৈরি করেন কিশোর আলো ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সমন্বয়ক আব্দুল ইলা। সবাই মিলে উপভোগ করে ভিডিওটি। সবশেষে সভাকক্ষে আসেন কিশোর আলো প্রকাশক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি জানান, পড়াশোনা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সবকিছুতে কিশোরদের ভালো করতে হবে। কিশোরেরা ভালো করলেই দেশ ভালো থাকবে। তাঁর বক্তব্যের পরই সবাই মিলে কেক কেটে উদ্‌যাপন করে কিআর জন্মদিন। এরপর অনুষ্ঠানে অংশ নেওয়া পাঠকদের মধ্যে দেওয়া হয় উপহারসামগ্রী। সবার সেলফি তোলা তো ছিল অনুষ্ঠানজুড়েই। অনুষ্ঠানে সহযোগী ছিল সেভয় আইসক্রিম ও নিউজিল্যান্ড ডেইরি।

আরও পড়ুন