শিশু-কিশোরদের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন কিশোর আলোর জন্মদিন আজ। ২০১৩ সালের ১ অক্টোবর প্রকাশিত হয়েছিল কিআ নামে পরিচিত এই ম্যাগাজিনের প্রথম সংখ্যা। প্রকাশের পর থেকেই শিশু-কিশোরদের মধ্যে সাড়া ফেলেছিল কিশোর আলো। তিনবার পুনর্মুদ্রণ করতে হয়েছিল সেই সংখ্যা। ছাপা ম্যাগাজিনের পাশাপাশি এখন অনলাইনেও প্রতিদিন নিয়মিত লেখা প্রকাশ করছে কিশোর আলো। প্রতি মাসের ৫ তারিখে প্রকাশিত এই মাসিক ম্যাগাজিন স্কুল-কলেজপড়ুয়াদের সঙ্গে আছে ১১ বছর ধরে। ছাপা পত্রিকা ও অনলাইনে জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের জন্য নিয়মিত লেখা প্রকাশের পাশাপাশি থাকছে নানা আয়োজন।
‘আমার পৃথিবী অনেক বড়’ স্লোগান নিয়ে চলে কিআর কার্যক্রম। কিশোর পাঠকদের জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি শেখা ও আনন্দের মাধ্যম কিশোর আলো। পাঠকদের জন্য আয়োজন করে মাসিক সভা। যেখানে কিশোরদের সঙ্গে আড্ডায় যোগ দেন গুণীজনেরা। থাকে গান, আড্ডা, খেলাধুলা, কুইজসহ নানা কিছু।
নিয়মিত গল্প, উপন্যাস, কমিকস থেকে শুরু করে ভাষা, বিজ্ঞান, গণিত, লেখালেখি, ক্যারিয়ার, ছবি আঁকা, অ্যাডভেঞ্চার, কুইজ, অরিগ্যামি—নানা কিছু দিয়ে জমজমাট থাকে কিশোর আলোর প্রতিটি সংখ্যা। লেখেন শিশু-কিশোরদের প্রিয় লেখকেরা।
সারা দেশে কিশোর আলোর পাঠকেরা গড়ে তুলেছে বিভিন্ন ক্লাব কার্যক্রম। কিশোর আলোর পাঠক-স্বেচ্ছাসেবকেরা বই পড়ে, ছবি আঁকে, ছবি তোলে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো থেকে শুরু করে নিয়মিত বিভিন্ন কর্মশালায় অংশ নেয়। কিশোর আলোর আয়োজনে পাঠকের জন্য থাকে গান, তারকার সঙ্গে আড্ডা। সব মিলিয়ে কিশোর আলোর পাঠকেরা সব সময় যুক্ত থাকে সাংস্কৃতিক, সৃজনশীল ও মানবিক কাজে।
প্রতিবারের মতো এবারও কিশোর আলোর জন্মদিনে প্রথম আলোয় ছাপা হয়েছে ‘লাখ টাকার কুইজ’। বিজয়ীদের জন্য থাকছে লাখ টাকার পুরস্কার। এ ছাড়া ১১টি গল্প ও ১টি উপন্যাস নিয়ে কিশোর আলোর অক্টোবর সংখ্যা বাজারে আসছে শিগগিরই।
জন্মদিনে কিশোর আলোর কার্যালয়ে আয়োজন করা হয়েছে ঘরোয়া একটি অনুষ্ঠান। যেখানে থাকবেন আমন্ত্রিত গুণীজন, লেখক, স্বেচ্ছাসেবক ও পাঠকেরা। কেক কেটে দিবসটি উদ্যাপন করা হবে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ‘আকাশের মতো বাধাহীন’। শিশু-কিশোরেরা সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাবে। সব সময় শিশু-কিশোরদের পাশে থাকবে কিশোর আলো।