প্রকাশিত হয়েছে থ্রি চিয়ার্স ফর অয়ন-জিমি

থ্রি চিয়ার্স ফর অয়ন-জিমি

লেখক: ইসমাইল আরমান

প্রকাশক: প্রথমা

দাম: ৩৪০ টাকা

পৃষ্ঠা: ১১২

ইসমাইল আরমানের জনপ্রিয় গোয়েন্দা সিরিজ অয়ন-জিমির নতুন বই প্রকাশিত হয়েছে। বইমেলায় প্রথমা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে নতুন বই থ্রি চিয়ার্স ফর অয়ন-জিমি। এছাড়া প্রথমা ডট কম, রকমারি সহ অনলাইন বইয়ের দোকানগুলোয় বইটি পাওয়া যাচ্ছে। বইটিতে আছে চারটি গোয়েন্দা গল্প। রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারে ভরা অয়ন-জিমির এই চারটি কাহিনি। বইটি পড়ে তুমি বলে উঠবে, 'থ্রি চিয়ার্স ফর অয়ন-জিমি!' 

নতুন এই বইয়ের গল্পগুলো হলো- কনডরের ডানা, মৌচোর, পিকাসোর পেইন্টিং এবং বরফ বিভীষিকা। বইয়ের ফ্ল্যাপে লেখা আছে-

‘নিরীহ একটা পাখিকে কে যে বিষ খাওয়াল! কেনই-বা খাওয়াল? গ্রিজলি হিলে কি সত্যি সত্যি দানব ভালুক বিচরণ করে? এখানে-ওখানে ছড়িয়ে আছে ওগুলো কার পায়ের ছাপ? মিউজিয়াম থেকে কে সরাল পাবলো পিকাসোর মহামূল্যবান পেইন্টিং? জায়ান্ট্‌স রিজের বরফ-দানব কি সত্যিই তার কয়েক হাজার বছরের ঘুম থেকে জেগে উঠেছে? কেনই-বা এমন তাণ্ডব বাধিয়েছে ওটা? 

আরও পড়ুন

মাথা ঘোরানো প্রশ্ন, দমবন্ধ উত্তেজনা আর দুর্দান্ত অ্যাডভেঞ্চারে ভরা এমনই চারটি রহস্যের সমাধানে নেমেছে অয়ন-জিমি। তাদের বুদ্ধিমত্তা, সাহস ও কর্মনৈপুণ্যের পরিচয় গল্পগুলো।’

অয়ন-জিমির লেখক ইসমাইল আরমান লেখাপড়া করেছেন কুমিল্লা ক্যাডেট কলেজে। অয়ন-জিমি সিরিজের প্রথম বইটি যখন সেবা প্রকাশনী থেকে প্রকাশ পায়, তখন তিনি দশম শ্রেণির ছাত্র। ছোটদের জন্য  অয়ন-জিমি সিরিজের গল্প-উপন্যাস লিখেছেন। অনুবাদ, ছায়ালেখক হিসেবে জনপ্রিয় সিরিজের বেশ কিছু বই লিখেছেন। প্রথম আলো, কিশোর আলো, রহস্য পত্রিকায় নিয়মিত লেখেন। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত অয়ন-জিমি সিরিজের বই নিশিপতঙ্গ ও আজব কারিগর।