আউটডোর বয়েজ ইউটিউব চ্যানেলে আসবে না আর কোনো ভিডিও
মনে আছে ডিসকভারি চ্যানেলের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানের কথা? সেখানে বেয়ার গ্রিলস দেখাতেন দুঃসাহসী সব অভিযান। কী আগ্রহ নিয়েই না দেখা হতো সেসব অভিযানের পর্বগুলো। সেগুলো দেখে অনেকেরই হয়তো মনে হয়েছে, যদি আমিও এমন কিছু করতে পারতাম! তবে ইউটিউব জনপ্রিয় হওয়ার পর অনেক কনটেন্ট ক্রিয়েটর বেয়ার গ্রিলসের মতো ভিডিও বানানো শুরু করেন। কিংবা বলা যেতে পারে, যাঁরা বেয়ার গ্রিলসকে দেখে বড় হয়েছেন, তাঁরাই তাঁদের সেই কল্পনাগুলোকে বাস্তব রূপ দিতে ভিডিও তৈরি করেছেন ইউটিউবে। তেমনই একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘আউটডোর বয়েজ’। লুক নিকোলস নামের ইউটিউবার তাঁর রোমাঞ্চকর আউটডোর অ্যাডভেঞ্চার দেখাতেন সেই চ্যানেলে। তবে গত ১৭ মে ‘গুডবাই’ নামে একটি ভিডিও প্রকাশ করেন এই ইউটিউবার। ঘোষণা দেন ইউটিউব থেকে অবসরের। জনপ্রিয় এই চ্যানেলে আর আসবে না নতুন কোনো ভিডিও।
আউটডোর বয়েজের সাবস্ক্রাইবার প্রায় ১৫.৩ মিলিয়ন। এত বড় ফ্যানবেজের কাছে ‘গুডবাই’ ভিডিও একেবারেই অপ্রত্যাশিত ছিল। কেননা, লুক নিকোলস ১০ বছর ধরে তাঁর আউটডোর বয়েজ ইউটিউব চ্যানেলে নিয়মিত পোস্ট করে আসছেন। সেখানে আর দেখা যাবে না তাঁর সেসব মাছ ধরা, শিকার, জঙ্গলে বেঁচে থাকার অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর ভিডিও। লুকের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য ইউটিউবাররা তাঁকে নিয়ে পোস্ট করেন। অনেকে তাঁদের পোস্টে লিখেছেন, একটি যুগের সমাপ্তি। খুব সাদামাটা ধরনের ভিডিও প্রকাশ করত আউটডোর বয়েজ। কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো বা এর পেছনে আসল কারণ কী, তা নিয়ে তেমন কোনো কথা বলেননি লুক। তিনি বলেন, ‘সবকিছুরই শেষ আছে। তবে তার আগে বলতে চাই, “বিদায়”।’
লুক কিন্তু এসব অ্যাডভেঞ্চার একা একা করতেন না। সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী ও তিন ছেলে টমি, নেট ও জ্যাকব। সেখান থেকেই চ্যানেলটার নাম রাখা হয়েছে আউটডোর বয়েজ। বিপজ্জনক ও দুর্গম অঞ্চলে লুক একাই যেতেন। শেষ ভিডিওতে লুক তাঁর ১১ বছরের এই পথচলার নানা অভিজ্ঞতা ও পরিবারের সঙ্গে কাটানো রোমাঞ্চকর মুহূর্তগুলো মনে করে ধন্যবাদ জানান সবাইকে। পাঁচ শর কাছাকছি ভিডিও প্রকাশ করেছে আউটডোর বয়েজ। লুক এত বছর ধরে ভিডিও বানালেও গত ১৮ মাসেই তাঁর সাবস্ক্রাইবার হয়েছে প্রায় ১২ মিলিয়ন। এই ব্যাপারে লুক বলেন, ‘এটা হওয়ার কারণ আছে। গত কয়েক মাসে আমার কনটেন্ট চুরি করে অন্যরা যেভাবে ব্যবহার করছে, সেখান থেকে আমার কিছু ভিউ বেড়েছে। এটা আমি চাইনি। তবে আমার এবং আমার পরিবারের ভালো লাগে, যখন কেউ এসে বলে, আমি তোমাদের ভিডিও দেখি। ভালো লাগে সেই মুহূর্তগুলো।’
লুক আরও বলেন, ‘তবে এখন এমন পর্যায়ে চলে গেছে, এটা এখনই শেষ করা উচিত। এটা আমার স্বাভাবিক পারিবারিক জীবনে অনেক বেশি প্রভাব ফেলছে। আমি এখনো ভিডিও বানাতে কিংবা অ্যাডভেঞ্চার করতে অনেক ভালোবাসি।’ ভিডিওটি শেষ করার আগে লুক বলেন, ‘নিজ নিজ জায়গা থেকে আমাদের সবার উচিত সবাইকে সাহায্য করা।’ ভিডিওটি শেষ করে তাঁর এই ১১ বছরের অ্যাডভেঞ্চার জীবনের কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন লুক। ৩৯৬ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবারসহ বিশ্বের এক নম্বর ইউটিউবার মিস্টারবিস্ট একটি এক্স পোস্টে লুকের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।