বইমেলায় গিয়ে ভুলেও যে ১০টি কাজ করা যাবে না

বইমেলা জমে উঠেছে।ফাইল ছবি

অনুমতি না নিয়ে লাইভে কাউকে প্রশ্ন করবে না

হঠাৎ কাউকে মুখের সামনে ক্যামেরা ধরে প্রশ্ন করলে সে ভড়কে যেতে পারে। সহজ প্রশ্নের উত্তর ভুলে যেতে পারে। কাউকে লাইভে প্রশ্ন করার আগে তাঁর অনুমতি নিতে হয়। ক্যামেরার সামনে যাওয়ার অভ্যাস না থাকলে হঠাৎ করে সহজ প্রশ্নের উত্তর মাথায় না আসাই স্বাভাবিক। তাই ক্যামেরা সামনে নিয়ে বা লাইভে প্রশ্ন করার আগে অনুমতি নিয়ে নাও। এমন অবস্থায় পড়লে কেউ উত্তর দিতে নাও চাইতে পারে, সেটিও বিবেচনায় রাখতে হবে। তুমি নিজেও এমন পরিস্থিতিতে পড়তে পারো। কেউ অনুমতি না নিয়ে তোমাকে লাইভে প্রশ্ন করলে তুমি ভদ্রভাবে তাঁকে বলে দিতে পারো, তুমি কথা বলতে আগ্রহী নও।

লেখকের কাছে বইয়ের ফ্রি কপি চাইবে না

লেখক অনেক সময় ও শ্রম দিয়ে বই লেখেন। লেখকের সঙ্গে অনেকেরই পরিচয় থাকে। আপনজন বা পরিচিতজন মনে করে লেখকের কাছে বইয়ের ফ্রি বা সৌজন্য কপি চাইবে না। লেখকের কাছে ফ্রি কপি চাওয়া অভদ্রতা। ফ্রি কপি চাইলে লেখক বিব্রত হন। অনেক সময় 'না' করতে পারেন না বলে ফ্রি কপি দেনও। কিন্তু এতে তাঁর মনঃক্ষুণ্ন হওয়া অসম্ভব না।

আরও পড়ুন

লেখককে জিজ্ঞেস করবে না আমাকে চিনতে পেরেছেন?

মেলায় হাজারো মানুষ আসা-যাওয়া করে। বহু লেখক মেলায় যান। এর মধ্যে কোনো লেখক হয়তো তোমার ফেসবুক বন্ধু। কিন্তু বাস্তবে তোমার সঙ্গে পরিচয় হয়নি। পরিচয় হলেও লেখক হয়তো তোমার নাম ভুলে গেছেন। লেখককে কখনোই জিজ্ঞেস করা উচিত না, আমাকে চিনতে পেরেছেন? নিজের নাম–পরিচয় বলে আলাপ করাই ভদ্রতা। এতে লেখকও বিব্রত হওয়া থেকে বাঁচেন। পাঠকও অস্বস্তিকর অবস্থায় পড়েন না।

কারও চলাফেরায় বাধা হবে না

চট্টগ্রামের বইমেলা। সিআরবি
ছবি: প্রথম আলো

মেলায় সময় কাটানোর সময় অনেকেই জটলা করে দাঁড়িয়ে সময় কাটায়। এমন কোথাও দাঁড়িয়ে থাকা ঠিক না, যেখানে মানুষ চলাচল করে। অন্যকে চলার সুযোগ দাও। স্টলে ভিড় থাকলে সবাইকে ঠেলে সামনে চলে যাবে না। অপেক্ষা করো তোমার সামনের জনের প্রয়োজন শেষ হওয়া পর্যন্ত।

কাউকে উত্ত্যক্ত করবে না

মেলায় হয়তো এমন কাউকে দেখলে যাকে তোমার পছন্দ না। এমন অপছন্দের কাউকে দেখতে পেলে দূর থেকে বা কাছে গিয়ে তাঁকে উত্ত্যক্ত করবে না। সবার অধিকার আছে নিরাপদে মেলায় ঘোরাঘুর। অন্যের অধিকারে হস্তক্ষেপ করবে না। কাউকে উত্ত্যক্ত করতে দেখলে তাঁকে নিষেধ করবে। প্রয়োজনে নিরাপত্তাকর্মীদের সাহায্য নেবে।

ভিড় দেখলে ঢুকে পড়বে না

বইমেলায় প্রবেশ করার সময় বেশ ভিড় হয়। গেটে অনেক সময় জটলা লেগে থাকে। জনপ্রিয় কোনো লেখক এলে অটোগ্রাফ নেওয়ার জন্য পাঠকেরা ভিড় করেন। জটলা বা ভিড় দেখলে দূরে দাঁড়িয়ে ভিড় কমার অপেক্ষা করবে। সবখানে লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা বজায় রাখবে। গেটে ধাক্কাধাক্কি করবে না। লেখকের অটোগ্রাফ নিতে চাইলে অন্যকেও সুযোগ দাও।

আরও পড়ুন

সংবাদকর্মীর লাইভে আমন্ত্রিত না হলে ঢুকে পড়বে না

মোবাইলে লাইভ ভিডিও প্রচারের সময় কিছু বিষয় খেয়াল রাখতে হয়। ছবি: সংগৃহীত

এখন বইমেলায় অনেকেই লাইভ করেন। টিভি, সামাজিক যোগাযোগমাধ্যম, পত্রিকার জন্য লাইভ করার সময় ক্যামেরার সামনে দিয়ে হুট করে চলে যাওয়া ঠিক না। দেখেশুনে চলা প্রয়োজন। ইচ্ছা করে ক্যামেরার সামনে গিয়ে লাইভে বাধা দেওয়া ঠিক হবে না। আবার সংবাদকর্মীকেও সচেতন হতে হবে। চলাচলের রাস্তার মাঝখানে যেন দাঁড়িয়ে না যান। এক পাশে সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে লাইভ করলে সবার জন্যই সুবিধা হবে।

পাঞ্জাবির পকেটে কিছু রাখবে না

পাঞ্জাবির পকেট একটু ঢোলা হয়। পকেটে মোবাইল ফোন বা টাকাপয়সা রাখলে বেখেয়ালে নিচে পড়ে যেতে পারে। ফোন এলে পকেটে ফোন থাকলে টের পাওয়া যায় না। পকেট থেকে কিছু বের করতে গেলে সঙ্গে অন্য কিছু বের হয়ে নিচে পড়ে যেতে পারে। আর পিকপকেট থেকে তো সাবধান থাকতেই হবে!

বিক্রয়কর্মীকে অতিরিক্ত ছাড় দিতে অনুরোধ করবে না

বইমেলায় এমনিতেই সব বইয়ে ২৫ শতাংশ ছাড়ে বিক্রি করা হয়। অনেকেই বিশেষ সুবিধা নেওয়ার জন্য অতিরিক্ত ছাড় দাবি করে। এতে মেলায় খণ্ডকালীন কর্মীরা বিব্রত হন। ২৫ শতাংশ ছাড়ে বই কিনে সন্তুষ্ট থাকাই বুদ্ধিমানের কাজ হবে। অতিরিক্ত সুবিধা কোনোভাবেই দাবি করবে না।

আরও পড়ুন

বড়রা ছোটদের খেয়াল রাখবে, ছোটরা বড়দের সঙ্গ ছাড়া হবে না

মেলায় বেশ ভিড় হয়। বড়-ছোট মিলিয়ে নানান বয়সী মানুষ বই কিনতে বা মেলা দেখতে আসেন। বড় জায়গায় মানুষের ভিড়ে একজন আরেকজনের থেকে হারিয়ে যেতে পারেন। মেলায় অসতর্ক হলে ছোটরা অভিভাবকের হাত থেকে ছুটে যেতে পারে। হারিয়ে গেলে তথ্যকেন্দ্র ও নিরাপত্তা সেলের সাহায্য নাও। মেলায় হারিয়ে গেলে অপরিচিত কারও সঙ্গে মেলার বাইরে চলে যেয়ো না।