HB, 2B, 8B পেন্সিল আবিষ্কার হলো যেভাবে

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০২ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • আজকের পৃথিবীতে HB, 2B, 8B এমন কত ধরনের পেন্সিলের দেখা মেলে। কিন্তু এই পেন্সিলের শুরুটা কিন্তু হয়েছিল জোসেফ ডিক্সন নামের এক ভদ্রলোকের হাত ধরে। যুক্তরাষ্ট্রে বড় হওয়া ডিক্সনের বাবা-দাদা সবাই ছিলেন জাহাজের ক্যাপ্টেন। সে হিসেবে তারও একই পথ ধরার কথা ছিল। উঠতি বয়সে ডিক্সন কিন্তু সেদিকে গেলেন না। যে সময়ের কথা বলছি, তখন বিশ্বের আরেক প্রান্ত থেকে পেন্সিল আসত যুক্তরাষ্ট্রে। সাগর পাড়ি দিয়ে পেন্সিল আমদানির ফলে দামও হতো চড়া। এটা দেখে ডিক্সনের মাথায় এলো নতুন বুদ্ধি। সে প্রায়ই দেখত নাবিকেরা নানান কাজে মাঝেমধ্যেই গ্রাফাইট ব্যবহার করতেন। সেই দেখা থেকে ধারণা নিয়ে একদিন অনেকটা মনের ভুলে তৈরি করে ফেললেন গ্রাফাইট পেন্সিল! ১৮২৭ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের জোসেফ ডিক্সন প্রথম গ্রাফাইট পেন্সিল তৈরি করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ডিক্সন নিজের পেন্সিল কোম্পানি খুলে বসলেন। ১৮৬৯ সালে ডিক্সনের মৃত্যুর সময়কালে ‘জোসেফ ডিক্সন ক্রুশেবল কোম্পানি’ বিশ্বের সর্ববৃহত গ্রাফাইট পণ্য প্রস্তুতকারী হয়ে ওঠে। এছাড়াও ১৮৭২ সালের মধ্যে এই কোম্পানি প্রতিদিন গড়ে ৮৬০০০ পেন্সিল বানাতে শুরু করে।

  • ধারণা করা হয় ১৮৪৫ সালের আজকের এই দিনে সূর্যের প্রথম আলোকচিত্র গ্রহণ করা হয়েছিল।

  • এছাড়াও ১৮৪০ আজকের এই দিনে  জন্মগ্রহণ করেন ফরাসি ঔপন্যাসিক এমিল জোলা।

আরও পড়ুন