ঘুরে আসতে পারো লেগোর দুনিয়ায়
হাত তোলো তো দেখি, কারা কারা ছোটবেলায় লেগো নিয়ে খেলা করেছ? ছোট ছোট প্লাস্টিকের ব্লকের টুকরাগুলো একটার পর একটা জোড়া লাগিয়ে কত কিছুই না বানানো যায়। বাড়ি, গাছ, টাওয়ার, গাড়ি, নৌকাসহ সবই। তবে লেগোর প্যাকেটের সঙ্গে যে নকশার কাগজটা আসত, সেটা দেখে ঠিকঠাক জিনিস বানাতে পারাটা আমার মতো অনেকের কাছেই ছিল বেশ কঠিন। তখন মনে হতো, আহা, যদি লেগো দিয়ে বানানো একটা দুনিয়া থাকত। আর তাতে সব লেগো মিনিফিগারগুলো ঘুরে বেড়াত। সেই স্বপ্ন এবার সত্যি হয়েছে।
গত ৫ জুলাই, শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে লেগোল্যান্ড সাংহাই। এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় লেগোল্যান্ড ও চীনের প্রথম লেগোল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় লেগোল্যান্ড তৈরি করতে প্রায় সাড়ে ৮ কোটি লেগো ব্লক লেগেছে। এখানে আটটি থিমভিত্তিক অংশ রয়েছে, যা লেগো ভক্তদের কাছে তাদের কল্পনার সেই লেগো দুনিয়া বলেই মনে হবে। ঠিক যেমন লেগো সিটি বানানোর ইচ্ছা সবার থাকে, তেমনি একটি বিশাল লেগো শহর সেখানে তৈরি করা হয়েছে। এর মধ্যে আছে নিনজাগো, লেগো ফ্রেন্ডস ও মনকি কিড ল্যান্ডস। এই জায়গাগুলোতে পরিচিত লেগো টুকরাগুলোকে জীবন্ত ও বড় আকারে তুলে ধরা হয়েছে।
এই বিশাল লেগোল্যান্ডের অন্যতম আকর্ষণ হলো মিনিল্যান্ড। এ অংশ তৈরি করতে মোট ১ লাখ ৬৮ হাজার ঘণ্টা সময় লেগেছে। আর এতে ব্যবহার করা হয়েছে ২ কোটির বেশি লেগো ব্লক। মিনিল্যান্ডের এক অংশে সাংহাই শহরের বিখ্যাত স্থাপনাগুলোর ছোট ছোট মডেল তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়াটারফ্রন্ট এলাকা ও লুজিয়াজুইয়ের উঁচু উঁচু ভবন। এসব মডেল বানাতে ব্যবহার করা হয়েছে নানা রঙের লেগো ব্লক।
সাত বছর বয়সী লিউ জিয়াওল পরিবারের সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছে। যে তার অনুভূতি প্রকাশ করে বলেছে, ‘আমি ভেবেছিলাম এটা বিশাল হবে, কিন্তু আমার কল্পনার তুলনায় এটা অর্ধেক আকারের হয়েছে। তবু সেখানকার বিভিন্ন আকর্ষণীয় জিনিস ও রাইড ভালো লেগেছে।’
এই পার্কের পরিকল্পনা প্রথম ঘোষণা করা হয়েছিল ২০১৭ সালে, যখন চীনের অর্থনীতি দ্রুত বাড়ছিল। সে সময় সাংহাইয়ের লক্ষ্য ছিল বিশ্বের একটি বড় অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠা। তবে এরপর করোনাভাইরাস মহামারি পর্যটনশিল্পকে প্রায় ধ্বংস করে দেয়। এর ফলে চীনের অর্থনীতিও একটি অনিশ্চিত ও ধীরগতিতে পুনরুদ্ধার হচ্ছে। এত কিছুর পরও চীন শেষ পর্যন্ত এই বিশাল লেগোল্যান্ড তৈরি করতে পেরেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতিতে মন্দা দেখা দিলেও, লেগোল্যান্ড সাংহাই অভ্যন্তরীণ পর্যটকদের ওপর ভরসা রাখছে। কারণ, এ মুহূর্তে ভ্রমণের পেছনে মানুষ অনেক খরচ করছে।
৪৪ বছর বয়সী হুয়াং জুয়ানহুয়া, যিনি লেগোল্যান্ডের কাছেই থাকেন এবং পার্কটি ঘুরে এসেছিলেন, তিনি বলেন, ‘আমরা খুব ভোরে এসেছিলাম। পার্কের পরিবেশ খুবই আনন্দের। কর্মীরাও দারুণ উদ্যমী ছিল। এটি একটি দারুণ আনন্দের দিন ছিল।’
লেগোল্যান্ড সাংহাই পরিচালিত হচ্ছে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে। মার্লিন এন্টারটেইনমেন্টস, যারা সারা বিশ্বের লেগোল্যান্ড পার্কগুলো চালায় এবং সাংহাই জিনশান জেলার স্থানীয় সরকার। তাদের যৌথ উদ্যোগেই এটি তৈরি হয়েছে। আর লেগো ব্লক তৈরি করে যে ডেনিশ পারিবারিক প্রতিষ্ঠান, সেই লেগো চীনে বেশ পরিচিত একটি নাম। কারণ, দেশটিতে তাদের চার শতাধিক দোকান আছে।
সাংহাইতে লেগোল্যান্ড এমন মানুষদের জন্য আরেকটি বিনোদনের সুযোগ তৈরি করবে, যাঁরা এর খরচ বহন করতে পারবেন। এখানকার টিকিটের দাম ছুটির দিন বা কম ভিড়ের সময়ে ৩১৯ ইউয়ান, যা প্রায় ৪৪.৪৬ মার্কিন ডলার থেকে শুরু হবে। টাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা। আর ব্যস্ত দিনে তা ৫৯৯ ইউয়ান পর্যন্ত উঠতে পারে। এই নতুন লেগোল্যান্ড শুধু শিশুদের জন্য নয়, বরং সব বয়সের লেগো ভক্তদের জন্য এক আনন্দময় অভিজ্ঞতা নিয়ে এসেছে।
সূত্র: রয়টার্স, এবিসি নিউজ