কানাডায় অদ্ভুত নামের তিন রাস্তা

শিরোনামটি পড়ে মনে হয়তো প্রশ্ন জাগছে, কানাডার এসব রাস্তায় কি অদ্ভুত কোনো ঘটনা ঘটে? নাকি এখানে কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে এসব রাস্তায় নিয়মিত যানবাহন চলাচল করে, ঠিক বাকি সব রাস্তার মতো। কিন্তু কানাডার মানুষের কাছে এই তিনটি রাস্তা ‘অদ্ভুত’ খ্যাতি অর্জন করেছে, কারণ এদের নাম অদ্ভুত। রাস্তা তিনটির নাম: ‘দিস স্ট্রিট’, ‘দ্যাট স্ট্রিট’, ‘দ্য আদার স্ট্রিট’। মানে ‘এই রাস্তা’, ‘ওই রাস্তা’, ‘অন্য রাস্তা’।

পথ চলতে রাস্তার পাশে থাকা মাইলফলকে প্রায়ই আমাদের চোখে পড়ে অদ্ভুত জায়গা বা সড়কের নাম। জায়গাগুলোর নাম দেখে হাসি পেলেও ঠিকানা খুঁজে পেতে খুব একটা সমস্যা হয় না। কেউ জায়গার নাম শুনে কোনদিকে যেতে হবে, বলে দিতে পারেন। তবে কানাডার নোভা স্কোটিয়া প্রদেশের পোর্টার্স লেক শহরে প্রথমবারের মতো যাওয়া কোনো অতিথি বা পর্যটকের কাছে ঠিকানা খুঁজে পেতে বেগ পাওয়া খুব স্বাভাবিক। রাস্তা তিনটির মধ্যে ‘ওই রাস্তা’ ও ‘অন্য রাস্তা’ পাশাপাশি অবস্থিত। আর এই দুটো রাস্তাকে যুক্ত করেছে ‘এই রাস্তা’।

আরও পড়ুন

অনেকে তো প্রায়ই মজা করে বলেন, পোর্টার্স লেক শহরে রাস্তার নাম ভাবতে ভাবতে মাথা ঘুরে যায়। তাই লোকে ‘এই রাস্তা’, ‘ওই রাস্তা’ ও ‘অন্য রাস্তা’র মতো অদ্ভুত নাম ব্যবহার করেছেন। কিন্তু এত নাম থাকতে এমন অদ্ভুত নাম কেন? মূলত এসব অদ্ভুত রাস্তার নামের পেছনে লুকিয়ে আছে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, স্মৃতি, ঐতিহ্য ও মজা করার প্রবণতা।

গুগল ম্যাপ থেকে নেওয়া

কানাডায় চলাফেরা করলে প্রায়ই চোখে পড়ে এ ধরনের রাস্তা। দেশটি সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির জন্য বিখ্যাত। শহরের নামেও এর প্রভাব আছে। প্রথমে নিজেদের ঐতিহ্য, পরে ফরাসি প্রভাবের মিশ্রণে তৈরি হয়েছে মজার ও অদ্ভুত নামের এসব রাস্তা।

শুধু কানাডায় নয়, অন্যান্য দেশেও এ ধরনের রাস্তার দেখা মেলে। যুক্তরাষ্ট্রের উত্তর–পশ্চিম ওরিগন রাজ্যের কালভার শহরে দেখা মেলে ‘দিস ওয়ে লেন’ ও ‘দ্যাট ওয়ে লেন’-এর। এ ছাড়া আছে ‘বল্ড হিল রোড’ বা ‘ন্যাড়া পাহাড় রাস্তা’! এই নাম হলেও রাস্তাটি কিন্তু পুরোপুরি গাছবিহীন নয়। ‘নো নেম রোড’ নামেও রাস্তা আছে। নামকরণের সময় নাম নির্ধারণে ব্যর্থ হওয়ায় এই নাম পায় রাস্তাটি।

আরও পড়ুন