হাতের পরিবর্তে চোখ দিয়ে চালানো যাবে স্মার্টফোন

হা্তের বদলে চোখ দিয়ে ব্যবহার করা যাবে স্মার্টফোন
ছবি: প্রথম আলো

স্মার্টফোন চালানোর ক্ষেত্রে সবার মধ্যে একটা মিল আছে। স্মার্টফোন আমরা হাত দিয়ে চালাই এবং চোখ দিয়ে দেখি। কিন্তু চীনের ‘অনার’ নামের একটি কোম্পানি এমন একটি স্মার্টফোন চালু করবে, যা হাত দিয়ে নয়, চোখ দিয়েই ব্যবহার করা যাবে। এই স্মার্টফোন হাতের মুঠোয় পাওয়া গেলে যেকোনো অ্যাপ ওপেন করা যাবে চোখের ইশারায়। নতুন এই ফোনের নাম দেওয়া হয়েছে ‘অনার ম্যাজিক ৬’।

আরও পড়ুন

এই স্মার্টফোন মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে নাকি ভোগান্তি আরও বাড়াবে, তা-ই এখন দেখার বিষয়। কারণ, যে অ্যাপটি তুমি ওপেন করবে, তোমার চোখ সেটার ওপর না পড়ে পড়তে পারে পাশের কোনো অ্যাপে। সে ক্ষেত্রে হয়তো সুবিধার থেকে অসুবিধাই বেশি হতে পারে। সব জল্পনাকল্পনার শেষ হবে ফোনটি লঞ্চ হওয়ার পর। ঠিক কবে এটি লঞ্চ করা হবে, এ ব্যাপারে অনার কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।