হুমুহুমুনুকুনুকুয়াপুয়া নামে সত্যিই এক মাছ আছে, কেন এই মাছ বিখ্যাত?
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের জাতীয় মাছের নাম হুমুহুমুনুকুনুকুয়াপুয়া (Humuhumunukunukuapua‘a)। নামটা উচ্চারণ করতে তোমার বেশ কষ্ট হতে পারে, যদি না তোমার হাওয়াইয়ান ভাষাটা জানা থাকে। এই মাছটা শুধু অদ্ভুত নামের জন্য পরিচিত না, এর দারুণ চেহারার জন্যও বেশ পরিচিতি আছে।
হাওয়াইয়ান ভাষায় 'হুমুহুমুনুকুনুকুয়াপুয়া' মানে হলো ‘শূকর-নাকওয়ালা ট্রিগারফিশ’। এটিকে রিফ ট্রিগারফিশ নামেও ডাকা হয়। এর চেহারা দেখলে মনে হতে পারে, এটি যেন ১৯৮০-এর দশকের ফ্যাশন অনুসরণ করছে! বিচিত্র পোষাক পরে আছে।
মাছটির শরীরজুড়ে আছে নানা রঙের মিশ্রণ। চোখের চারপাশে আইলাইনারের মতো দাগ। অদ্ভুত গঠনটার নাম পলিগোনাল। বাংলায় যাকে বলে বহুভূজ-আকৃতি। এই বিশেষত্বের কারণেই ১৯৮৫ সালে হাওয়াইয়ের আইনসভা এটিকে পরীক্ষামূলকভাবে রাজ্যের সরকারি মাছ হিসেবে নির্বাচন করেছিল।
তবে ১৯৯০ সালে এই স্বীকৃতির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে ২০০৬ সাল পর্যন্ত এই মাছের জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি ছিল না। তবে ২০০৬ সালে হুমুহুমুনুকুনুকুয়াপুয়া স্থায়ীভাবে হাওয়াই রাজ্যের প্রতীকী মাছের মর্যাদা ফিরে পায়।
পৃথিবীতে হুমুহুমুনুকুনুকুয়াপুয়া একমাত্র ট্রিগারফিশ না। বিশ্বজুড়ে প্রায় ৪০ প্রজাতির ট্রিগারফিশ আছে। এই মাছ মূলত উষ্ণ আর নাতিশীতোষ্ণ অঞ্চলে বাস করে। এদের মধ্যে অনেকগুলো বেশ রঙচঙা। বলা যায়, চোখ ধাঁধানো রঙিন এই মাছের দেহ আকর্ষণীয় নকশায় সজানো। ঠিক এ কারণেই এরা অ্যাকুরিয়ামে বেশ কদর পায়।
এই মাছ সাধারণত হাওয়াই দ্বীপপুঞ্জের প্রবালপ্রাচীরের আশেপাশে পাওয়া যায়। তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে অস্ট্রেলিয়ার প্রবালপ্রাচীর পর্যন্ত এরা ঘুরে বেড়ায়। এরা খুব ভালো সাঁতার জানে। এ কথা শুনে হেসো না। সব মাছ সমান সাঁতার জানে না। কিছু মাছ পানির নির্ধারিত স্তরে বিচরণ করে। কিছু মাছ অনেক জায়গাজুড়ে সাঁতার কাটে। দ্রুত গতির মাছ খাদ্য হিসেবে সাধারণত ধীর গতিতে চলে প্রাণী খায়। দ্রুতগতির হুমুহুমুনুকুনুকুয়াপুয়ার খাবারের তালিকায় আছে সামুদ্রিক শামুক, স্টারফিশ, সি আর্চিন এবং ছোট ক্রাস্টেশিয়ান।
হুমুহুমুনুকুনুকুয়াপুয়া মাছের পেছনের দিকে বিশেষ এক কাঁটা থাকে। কাঁটাটা দেখতে বন্দুকের ট্রিগারের মতো। যখন কোনো শিকারি প্রাণী এদের ধরার চেষ্টা করে, তখন এরা দ্রুত কাছাকাছি কোনো প্রবালের খাঁজে ঢুকে যায়। প্রবালের মধ্যে ট্রিগারের মতো কাঁটাটাকে উঁচু করে নিজেদের আটকে ফেলে। একবার প্রবালের ফাঁকে আটকে গেলে, কোনো শিকারির পক্ষেই সহজে এদের বের করা সম্ভব হয় না।
ছোট মাছ হলেও, এর বিচিত্র নাম, দারুণ আত্মরক্ষার কৌশলের কারণে হুমুহুমুনুকুনুকুয়াপুয়া সমুদ্রের অন্যতম মজার মাছ।
সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস