টানা ৬০ দিনের অবরোধে গাজাবাসী কেমন আছে
খাবার, ওষুধ এবং অন্যান্য সরবরাহের ওপর ইসরায়েলের অবরোধ ৬০ দিনে গড়াল। এখন গাজাবাসী এখন কেমন আছে?
গাজার মানুষেরা এখন চরমভাবে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। ক্ষুধা ও অভাবের কারণে দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে। জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থার (ওসিএউচএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপকভাবে ঘড়বাড়ি হারানোর ফলে অনেকেই নিজেদের সংগ্রহ করা খাবার ও জরুরি জিনিসপত্র ফেলে আসতে বাধ্য হয়েছেন। এগুলো তাঁরা সংগ্রহ করেছিলেন গত জানুয়ারির যুদ্ধবিরতির সময়।
জাতিসংঘের মতে, দুর্ভিক্ষ হলো এমন এক পরিস্থিতি, যেখানে কোনো অঞ্চলের একটি বড় অংশের মানুষ পর্যাপ্ত খাদ্য পেতে ব্যর্থ হয়। যার ফলে ব্যাপক অপুষ্টি দেখা দেয় এবং ক্ষুধা ও রোগে মৃত্যুর ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ-সমর্থিত বেকারিগুলোতে আর রুটি পাওয়া যাচ্ছে না। রান্নার জ্বালানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। গমের ময়দার দাম অনেক বেড়ে গেছে। দামের কারণে বেশিরভাগ মানুষ নিজেরা আর রুটি বানাতে পারছেন না। পরিবারগুলো এখন রুটি বানাতে গমের ময়দার সঙ্গে পাস্তার গুঁড়া মেশাচ্ছেন, ফলে খাবারের পরিমাণ কমছে। একবেলা খেলে আরেক বেলার খাবার পেতে লেগে যাচ্ছে দীর্ঘ সময়। শিশুদের অগ্রাধিকার দিয়ে রুটি দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রতিদিন পরিবারের সদস্যপ্রতি মাত্র একটি রুটি বরাদ্দ করা সম্ভব হচ্ছে।
এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী ৭০ শতাংশ এলাকার ওপর ‘নো-গো জোন’ ঘোষণা করেছে। ৭০ শতাংশ এলাকায় যাওয়া যাচ্ছে না। বাড়িঘর ছেড়ে দেওয়ার নির্দেশ পাওয়ায় গাজার কৃষক এবং গবাদি পশুপালকেরা আর নিজেদের জমিতে যেতে পারছেন না। ফলে তারা এখন মূলত সাহায্যের খাবারের ওপরই নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে দুর্ভিক্ষ খুব কাছে চলে এসেছে। এখন প্রশ্ন উঠতে পারে, একটি দুর্ভিক্ষ কীভাবে সংজ্ঞায়িত করা হয়?
গ্লোবাল হাঙ্গার মনিটর হিসেবে পরিচিত আইপিসি বা ইন্টিগরেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন গাজায় ক্ষুধার মাত্রা মূল্যায়ন শুরু করেছে। তাই এখন আমরা ভাবতে পারি, দুর্ভিক্ষ বলতে ঠিক কী বোঝায়।
জাতিসংঘের মতে, দুর্ভিক্ষ হলো এমন এক পরিস্থিতি, যেখানে কোনো অঞ্চলের একটি বড় অংশের মানুষ পর্যাপ্ত খাদ্য পেতে ব্যর্থ হয়। যার ফলে ব্যাপক অপুষ্টি দেখা দেয় এবং ক্ষুধা ও রোগে মৃত্যুর ঘটনা ঘটে। আইপিসির মতে, দুর্ভিক্ষ ঘোষণা করার জন্য নির্ভরযোগ্য প্রমাণসহ তিনটি শর্ত পূরণ হতে হয়।
১. সংশ্লিষ্ট এলাকার কমপক্ষে ২০ শতাংশ মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে।
২. কমপক্ষে ৩০ শতাংশ শিশু বয়স অনুযায়ী অত্যন্ত দুর্বল বা রোগা।
৩. প্রতি ১০ হাজার জনে কমপক্ষে ২ জন প্রতিদিন সরাসরি অনাহার বা অপুষ্টি ও রোগের মিলিত প্রভাবে মারা যাচ্ছে।
গাজায় এখনো আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়নি। তবে আইপিসি জানিয়েছে, অঞ্চলটিতে দুর্ভিক্ষের ঝুঁকি খুবই বেশি। এখানে পুরো জনগোষ্ঠী চরম খাদ্যসংকটে রয়েছে।
সূত্র: আল-জাজিরা ইংলিশ