আম পাবলিক লিমিটেড

আম ছিল ফজলি

ফজলের বাগানে,

আম্মা তা কেটে বলে,

তুই এক ভাগা নে!

ল্যাংড়ারা পায়াভারি

ঝাঁকা ছাড়া চড়ে না,

দামি খুব স্বাদ বেশি

মাটিতে পা পড়ে না।

আরও পড়ুন

হিমসাগরের কথা

লিখে করো লিস্টি

আমদের মধ্যে সে

সবচেয়ে মিষ্টি

আম্রপালির নাম

ইতিহাসে লেখা রয়

আমদের রানি বলে

তাকে নাকি দেখা হয়!

আরও পড়ুন

গুটি আম গুটিশুটি

চুপচাপ রয়ে যায়,

ঝড় এলো এলো ঝড়

বাতাসটা বয়ে যায়।

আম আঁটির ভেঁপু দিয়ে

বাজনা কি বাজালে

বিভূতির রং দিয়ে

জীবনটা সাজালে !

আরও পড়ুন