নিজের বাড়ি

অলংকরণ: এস এম রাকিব

ইস্কাটনের একটি বাসায় ছমাস আছি ভাড়া

বাড়িঅলার ঝুটঝামেলায় যাচ্ছে না আর পারা।

ভাবছি এবার এই শহরে বানিয়ে নিজের বাড়ি

উঠে যাব যায় পারা তা যত তাড়াতাড়ি।

ভালো জমির খবর জানি আছে উত্তরাতে

দক্ষিণমুখী, দামে সস্তা, প্লটটা সেক্টর সাতে।

স্থপতি প্রকৌশলী সাথে কন্ট্রাক্টরও

চেনাজানা আছে সবই—নামী, বড় বড়।

সিমেন্ট, বালু, সুরকি, পাথর, ইটের যা প্রয়োজন

সঠিকভাবে নেওয়া তার পরিমাণ ও ওজন

কমোড, বেসিন, টাইলস ও থাই লোকাল বা বিদেশি

জানি কোথায় সস্তা এবং কোনখানে দাম বেশি।

আরও পড়ুন

কোথায় পাব রাজমিস্ত্রি আর কোনখানেবা শ্রমিক

জানা আছে দিনকাবারি তাদের পারিশ্রমিক।

আমি খুবই খুঁতখুঁতে আর প্ল্যানে জবর পাকা

কী হবে নাম বাড়ির তা–ও আছে ভেবে রাখা।

একটিমাত্র সমস্যা তা এবার বলে রাখি

টাকার জোগাড় করতে হবে; ওটাই শুধু বাকি।

মুচকি হাসি একটু বুঝি ফুটল তোমার ঠোঁটে

সাকল্যে ছয় কোটি টাকা দরকারই তো মোটে!