নতুন পাঠকের প্রশ্ন

প্রিয় কিআ,

তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল বাবার সঙ্গে পত্রিকা কিনতে গিয়ে। তখন বাবার কাছে তোমাকে দেখে কিনে দেওয়ার আবদার ধরলাম। বাবা বললেন, পরে কিনে দেবেন। পরদিন ছিল আমার জন্মদিন। সন্ধ্যার সময় উপহার হিসেবে কিশোর আলো দিল বাবা। খুব আনন্দ পেয়েছিলাম। কিআ পড়ার পর থেকেই আমি এর ভক্ত হয়ে গিয়েছি।

সাকিবুল হাসান

ষষ্ঠ শ্রেণি, অ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল, দিনাজপুর

কিআ: আরে বাহ্‌! দারুণ একটা অভিজ্ঞতা। তোমার বাবাকে অসংখ্য ধন্যবাদ, জন্মদিনে তোমাকে কিআ উপহার দেওয়ার জন্য। ভালো থেকো তোমরা।

আরও পড়ুন

প্রিয় কিআ,

এ বছরের জানুয়ারি মাস থেকে আমি কিশোর আলোর নতুন পাঠক হিসেবে যুক্ত হয়েছি। শুনেছি, পাঠকদের লেখা, গল্প, কবিতা ইত্যাদির মান ভালো হলে নাকি কিআতে সেগুলো ছাপা হয়। আমি কিছু কবিতা আর গল্প লিখেছি। সেগুলো কি আমি পাঠাতে পারি? লেখার মান ভালো হলে সেগুলো কি কিআতে ছাপা হবে? আরেকটা প্রশ্ন, কুইজের উত্তরটা আমি ডাকে পাঠাব। কিন্তু চিঠিপত্তর কিংবা লেখা কিআর ই–মেইলে পাঠালে কি সেগুলো গ্রহণ করা হবে? আশা করি, আমি প্রশ্নগুলোর উত্তর পাব। ভালো থেকো।

মো. জারিফ আদনান

অষ্টম শ্রেণি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা

কিআ: আরে, তুমি তো আমাদের নতুন বন্ধু। শুভেচ্ছা তোমাকে। গল্প, কবিতা, চিঠি এগুলো চাইলে তুমি ই–মেইলে পাঠাতে পারো। অধিকাংশ লেখা এখন ই–মেইলেই আসে আমাদের কাছে। শুধু কুইজটা ডাকে পাঠালেই চলবে। আশা করি, তুমি উত্তর পেয়েছ। ভালো থেকো।

আরও পড়ুন