পরীক্ষায় ভালো ফল করতে পারলে কিআ পাবে

চিঠিঅলংকরণ: সব্যসাচী চাকমা

প্রিয় কিআ,

আশা করি ভালো আছ। জানো, তোমার সঙ্গে আমার পরিচয় ২০১৭ সাল থেকে। আমি আমার বেস্টফ্রেন্ড প্রজ্ঞার কাছে তোমাকে পেয়েছিলাম। তোমার সম্পর্কে আগে থেকে জানলেও প্রথম পরিচয় হয় প্রজ্ঞার মাধ্যমেই। প্রথম প্রথম আম্মু–আব্বুর ভয়ে লুকিয়ে লুকিয়ে তোমাকে পড়তাম। কিন্তু শেষ রক্ষা আর হলো কই! ২০১৭ সালে বার্ষিক পরীক্ষার আগে তাঁরা তোমাকে আর আমাকে হাতেনাতে জব্দ করেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আব্বু আমাকে কিছুই বলেননি। বরং বলেছিলেন, পরীক্ষায় ভালো ফল করতে পারলে কিআ কিনে দেবেন। ২০১৮ সাল থেকে আমি তোমার নিয়মিত পাঠক। তোমাকে চিঠি লিখব লিখব করেও আর লেখা হয়ে ওঠেনি। আজ লিখলাম। ভালো থেকো। তোমার জন্য অনেক শুভকামনা।

সাদিয়া আজরা, এসএসসি পরীক্ষার্থী ২০২৪

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেনস কলেজ, খুলনা

কিআ: তার মানে পরীক্ষায় ভালো করা অব্যাহত রেখেছ তুমি। আশা করি, এসএসসি পরীক্ষায়ও তুমি খুব ভালো করবে। আর সঙ্গে রাখবে কিআকে। ভালো থেকো। চিঠি দিয়ো নিয়মিত।

প্রিয় কিআ,

তুমি হয়তো বিশ্বাস করবে না যে কিআ আমার মুখস্থ, থুড়ি কণ্ঠস্থ। তাই প্রমাণ দিচ্ছি, তুমি প্রশ্ন করেছিলে কিআর প্রথম সংখ্যার প্রচ্ছদ কে এঁকেছিলেন? উত্তর হচ্ছে, কিআর প্রথম সংখ্যার প্রচ্ছদ এঁকেছিলেন সব্যসাচী মিস্ত্রী। কী? কেমন! হলো তো প্রমাণ, এখন বলো ১০০–তে কত দেবে?

জয়দ্যূতি সরকার

একাদশ শ্রেণি, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা

কিআ: ১০০–তে ১০০ দিলেও কম হয়ে যাবে। তোমাকে দিতে হবে ১০০–তে ১ হাজার। আমরা সত্যিই মুগ্ধ। মাঝেমধ্যেই আমরা কোন কোন বিভাগ আগে ছেপেছিলাম, এটা ভুলে যাই। ‘এই গল্পটা আগে ছেপেছি নাকি ছাপিনি’ ভুলে যাই সেটাও। এখন থেকে এ রকম পরিস্থিতিতে তোমাকে ফোন করব। ঠিক আছে? অনেক ধন্যবাদ তোমাকে। ভালো থেকো।

আরও পড়ুন