ফিচার ছাপানোর অনুরোধ
প্রিয় কিআ,
প্রায়ই দেখি অনেকেই তোমার কাছে বিভিন্ন অনুরোধ করে। আমারও একটি অনুরোধ আছে। তুমি কি FNAF (Five nights at Freddy’s) নিয়ে একটি সংখ্যা বা ফিচার ছাপবে? বাংলাদেশে FNAF এর ফ্যানবেজ অনেক কম, এ জন্য তুমি যদি একটা সংখ্যা বা ফিচার ছাপো, প্রচুর ফ্যান খুঁজে পাওয়া যাবে। প্লিজ, একটা সংখ্যা ফিচার চেপে দিয়ো। ভালো থাকবে।
আনাহিতা মিতিন
মডেল একাডেমি, মিরপুর, ঢাকা
কিআ: বাহ, তোমার কাছ থেকে নতুন একটা বিষয় জানলাম। তবে সংখ্যা করা যাবে না। তবে দেখি একটা ফিচার তো করাই যায়। ধন্যবাদ তোমাকে। ভালো থেকো।